মাসানুর রহমান,
গত চারদিনে প্রশাসনিক স্তরে একের পর এক বদল। চারদিনে বিধানগরে চারজন পুলিশ কমিশনার বদল করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
রবিবার বিধাননগরের পুলিশ কমিশনারের পদে ফিরিয়ে আনা হয় জ্ঞানবন্ত সিংকে। নির্বাচন কমিশন তাঁকে সরিয়ে দিয়েছিল। কমিশনের নিয়োগ করা কমিশনার নটরাজন রমেশ বাবুকে পাঠান হয় কম্পালসরি ওয়েটিংয়ে।
পরদিনই আবার এই পদে বদল ঘটান মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন থেকে জানানো হয় নতুন এডিজি আইন-শৃঙ্খলা হচ্ছেন জ্ঞানবন্ত সিং। বিধাননগরের পুলিশ কমিশনারের পদ থেকে তাঁকে সরিয়ে দেওয়া হচ্ছে। নতুন বিধাননগরের পুলিশ কমিশনার হচ্ছে নিশাত পারভেজ, তিনি ছিলেন সিআইডি ডিআইজির পদে।
মঙ্গলবার ফের বদল হয় এই পদে। শিলিগুড়ির পুলিশ কমিশনার ভরত লাল মীনাকে করা হচ্ছে বিধাননগরের পুলিশ কমিশনার এমনটাই জানানো হয় নবান্ন থেকে। নিশাত পারভেজকে সরিয়ে দেওয়া হচ্ছে এই পদ থেকে।
আজ আবার বদল হয় এই পদে। এদিন ভরত লাল মীনাকে সরিয়ে বিধাননগরের কমিশনার হিসেবে নিয়োগ করা হয়েছে লক্ষ্মী নারায়ণ মীনাকে। তিনি আসানসোল দুর্গাপুর কমিশনারেটের কমিশনার ছিলেন। অন্যদিকে ভরত লাল মীনাকে শিলিগুড়ির কমিশনারের দায়িত্ব পালন করতেই নির্দেশ দেওয়া হয়েছে।
ব্যারাকপুরের পুলিশ কমিশনারেট দেবেন্দ্র প্রকাশ সিংকে আসানসোল-দূর্গাপুরের পুলিশ কমিশনারের দায়িত্ব দেওয়া হয়৷ হাওড়া পুলিশ কমিশনারেট আইপিএস তন্ময় রায় চৌধুরীকে দায়িত্ব দেওয়া হয় ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের। হাওড়া গ্রামীণের এসপি গৌরব শর্মাকে আনা হয় হাওড়া পুলিশ কমিশনারের ডিআইজি পদে। পশ্চিমবঙ্গের ডিরক্টরেট অফ সিকিউরিটি সৌম রায়কে আনা হয় হাওড়া গ্রামীণের এসপি পদে।
Be the first to comment