মোদীর মন্ত্রিসভায় বাংলা থেকে কারা জায়গা পেতে পারেন? জানুন!

Spread the love

মোদীর মন্ত্রিসভায় বেশ কয়েকটি জায়গা পেতে চলেছেন বাংলার সাংসদরা ৷ সূত্রের খবর, মন্ত্রিত্বের দৌড়ে বাংলা থেকে এগিয়ে রয়েছেন জলপাইগুড়ির বিজেপি সাংসদ জয়ন্ত রায়, লকেট চট্টোপাধ্যায়-সহ বেশ কয়েকজন ৷ তবে বিশেষ নজরে থাকছেন মুকুল রায় ৷

সূত্রের খবর, মোদীর মন্ত্রিসভায় ঠাঁই হতে পারে জয়ন্ত রায়, রায়গঞ্জের বিজেপি সাংসদ দেবশ্রী চৌধুরী, বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুরের ৷ দলের অন্যতম মহিলা মুখ দেবশ্রী ৷ মতুয়া ভোট টানতে অন্যতম অস্ত্র শান্তনু ঠাকুর ৷ মন্ত্রী হওয়ার সম্ভাবনা রয়েছে আদিবাসীদের মধ্যে জনপ্রিয় মুখ কুনার হেমব্রমের ৷ মন্ত্রিত্বের দৌড়ে রয়েছেন চিকিত্‍‌সক সুভাষ সরকার ৷

এছাড়াও মন্ত্রিত্বের দৌড়ে রয়েছেন তরুণ সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো ৷ মন্ত্রী হতে পারেন লকেট চট্টোপাধ্যায় ৷ তবে দেবশ্রী না লকেট, মন্ত্রিত্ব নিয়ে হতে পারে জোর টক্কর ৷ ২০১৪ সালে দুই বিজেপি সাংসদ বাংলা থেকে মন্ত্রী হন ৷ এ বার তাঁদের গুরুত্ব বাড়তে পারে। পূর্ণমন্ত্রী হতে পারেন বাবুল সুপ্রিয়, ডেপুটি স্পিকার হতে পারেন সুরিন্দর সিং আলুওয়ালিয়া ৷

এদিকে মন্ত্রিত্বের জল্পনা আগেই উড়িয়ে দিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ৷ তিনি মন্ত্রী হচ্ছেন না বলেই দাবি করেছেন ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*