ছবি- (এএনআই)
মাসানুর রহমান,
আজ নৈহাটিতে যাবার সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কনভয়কে কেন্দ্র করে হামলার চেষ্টা চালায় কিছু মানুষ৷ দফায় দফায় দেওয়া হয় জয়শ্রী রাম স্লোগান। সাথে সাথে গাড়ি থেকে নেমে পড়েন মমতা বন্দ্যোপাধ্যায়। নৈহাটি পুরসভার সামনে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিভিন্ন জায়গায় ঘরছাড়া মানুষদের ঘরে ফেরানোর দাবিতে প্রতিবাদ সভা করেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সভাতে যাবার সময়ই এই বিপত্তি বলে জানা যায়।
হামলার চেষ্টা চালানোর পর জয়শ্রী রাম স্লোগান শুনে কনভয় থামিয়ে গাড়ি থেকে নেমে পড়েন মুখ্যমন্ত্রী। প্রথমবার স্লোগান হয় শিল্পাঞ্চলের রিলায়েন্স জুট মিলের সামনে, রাস্তার ধার থেকে। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “গুণ্ডামি এখানে হবে না। বেঁচে আছো আমাদের জন্য। কালকে বলে দিলে এক সেকেন্ডে বেরিয়ে যাবে। কোন দাদা, কোন মস্তান এসে বাঁচায় দেখব।” দ্বিতীয় বার আবার তাঁকে বিদ্রুপ করে হেসে উঠে বলা হয় জয়শ্রী রাম তখন তিনি বলেন, উত্তেজিত গলায় বলতে থাকেন, “কিছু বলি না বলে পেয়ে বসেছে। গাড়ির উপর হামলা! ক্রিমিনালের দল!
Be the first to comment