১০০ টাকা দাম কমলো রান্নার গ্যাসের

Spread the love

ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম কমলো ৷ পুরো এক ঝটকায় ১০০ টাকা দাম কমিয়ে গ্রাহকদের অনেকটাই স্বস্তি দিল কেন্দ্র ৷ ৫ জুলাই সাধারণ বাজাট ঘোষণা করবেন অর্থমন্ত্রী নির্মলা সিতারামন ৷ দ্বিতীয়বার বিপুলভাবে ক্ষমতায় ফেরার পর এটা মোদি সরকারের প্রথম বাজেট ৷ তার আগে গ্যাসের দাম কমলো, নিঃসন্দেহে এটা একটা বড় চমক ৷

উল্লেখ্য, রবিবার দিল্লিতে ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম ৭৩৭.৫০ টাকা থেকে কমে হয়ে যায় ৬৩৭ টাকা ৷ অন্যদিকে ভর্তুকি যুক্ত গ্যাস মিলবে ৪৯৪.৩৫ টাকায় ৷ জানা গিয়েছে আজ অর্থাৎ পয়লা জুলাই থেকে পরিবর্তীত দাম লাগু হতে চলেছে ৷ আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে এবং ডলার ও ভারতীয় মুদ্রার বিনিময় হারের প্রভাবে দাম কমেছে ভর্তুকিহীন গ্যাসের ৷ এখন থেকে ভর্তুকি যুক্ত রান্নার গ্যাস পাওয়া যাবে ৪৯৪.৩৫ টাকায় ৷ ১৪২.৬৫ টাকা, যা ভর্তুকি দেয় সরকার, তা নিয়ম মাফিক প্রতি মাসে নির্দিষ্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*