রাজ্যের সরকারি ও সরকার সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিতে শিক্ষক নিয়োগে দুর্নীতি হয়েছে। টাকার বিনিয়মে চাকরি দেওয়া হয়েছে। এমনই অভিযোগ করে এসেছে সিপিআই(এম) ও কংগ্রেস সহ রাজ্যের বিরোধী দলগুলি। সেই অভিযোগই বৃহস্পতিবার কার্যত খারিজ করে দিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। আজ বিধানসভায় শিক্ষা বাজেটের সমাপ্তি ভাষণে পার্থ চট্টোপাধ্যায় বিরোধীদের উদ্দেশে বলেন, শিক্ষকের চাকরি দেওয়ার নাম করে টাকা নেওয়া হয়েছে। এই অভিযোগ আপনারা করে আসছেন। আপনারা বলুন, শিক্ষকের চাকরি দিতে গিয়ে কে টাকা নিয়েছে। দেখুন আমি কোনও পদক্ষেপ নিতে পারি কি না। আপনারা তো সঠিক পথে কিছু বলেন না।
পার্থবাবু বলেন ২০১১ সালে রাজ্যে তৃণমূল পরিচালিত সরকার ক্ষমতায় আসার পর থেকেই সঠিকভাবে ও সঠিকপথে শিক্ষক নিয়োগ হচ্ছে বলে সমাপ্তি ভাষণে দাবি করেন পার্থ চট্টোপাধ্যায় । তাঁর কথায়, ২০১১ সালের আগে যেখানে শিক্ষক দরকার নেই সেখানেও শিক্ষক নিয়োগ করা হয়েছিল। প্রায় আড়াই লাখ এরকম রয়েছে। আপনাদের কী মানসিকতা ছিল জানি না। আমার মনে হয়, আপনারা ক্যাডার বেস চাকরির ব্যবস্থা করেছিলেন। ফলে যেখানে শিক্ষক বেশি সেখানে আরও বেশি সংখ্যক শিক্ষক নিয়োগ করিয়েছেন অথচ যেখানে শিক্ষকের দরকার সেখানে ফাঁকা ছিল। আপনারা সমস্যা সমাধানের কথা ভাবেননি। শুধু একের পর এক নিয়োগ করেছেন।
Be the first to comment