পিপিপি মডেলেই উন্নয়নের উপর জোর দিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ৷ পশ্চিমবঙ্গের ভাগ্যে জুটলো রেল, বন্দর উন্নয়নমের মতো বেশি কিছু উন্নয়নমূলক প্রকল্প ৷ শুক্রবার বাজেটে বাংলার অন্যতম প্রাপ্তি হলদিয়া ও ফরাক্কা বন্দরের উন্নয়ন ৷ বারাণসীর ধাঁচে হলদিয়ায় পণ্য পরিবহণ টার্মিনাল তৈরি করার কথা ঘোষণা করলেন অর্থমন্ত্রী ৷ নির্মলা সীতারমন জানান, হলদিয়া ও ফরাক্কা বন্দরের উন্নয়ন করা হবে ৷ ফরাক্কায় টার্মিনাল লক তৈরি হবে ৷ এই উন্নয়নের কাজ শেষ হবে ২০২০ সালে ৷ তাঁর কথায়, কেন্দ্রের লক্ষ্য মজবুত ভারত গড়া।
Be the first to comment