অগ্নিগর্ভ কাশ্মীর; গৃহবন্দী করা হতে পারে পিডিপি নেত্রী মেহবুবা মুফতি, এনসি নেতা ওমর আবদুল্লা ও সাজ্জাদ লোনকে। ফোন, ইন্টারনেট সব প্রায় বন্ধ। কাশ্মীর জুড়ে জারি করা হয়েছে ১৪৪ ধারা। বিশেষসূত্রে এমনই খবর পাওয়া গেছে।
রবিবার রাতেই উপত্যকার এই তিন নেতা নেত্রীকে গৃহবন্দি করা আশঙ্কা দেখা গিয়েছে। তাদের গৃহবন্দি করা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ওমর আবদুল্লা । তিনি ট্যুইটে জানিয়েছেন, ‘আমি মনে করছি আমাকে আজ মধ্যরাত থেকে গৃহবন্দি করা হবে। অন্য মূলধারার নেতাদের জন্যও ইতিমধ্যেই এই প্রক্রিয়া শুরু হয়েছে। তবে, এটা সত্যি কিনা তা জানার উপায় নেই। তবে যদি হয় তবে আমি আপনাদের সবাইকে অন্যদিক থেকে দেখতে পাব। আল্লাহ আমাদের রক্ষা করুন।’
এছাড়াও পিডিপি নেত্রী ট্যুইটে জানিয়েছেন, ‘এইরকম কঠিন সময়ে, আমি জনগণকে আশ্বস্ত করতে চাই যে, যাই হোক না কেন, আমরা এক সাথে থাকব এবং লড়াই করব। রাজ্যের জন্য আমাদের লড়াইয়ের প্রচেষ্টা কে কোনভাবেই ভাঙা যাবে না।’ এদিকে সোমবার সকালে কাশ্মীর নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ক্যাবিনেট বৈঠক। সূত্রের খবর থেকে জানা গেছে যে প্রিভেন্টিভ কাস্টডিতে আছে ওমর আবদুল্লা ও মেহবুবা মুফতি।
Be the first to comment