এলাহবাদের কলেজ ক্যাম্পাস থেকে উদ্ধার পাইথন

Spread the love

কলেজ ক্যাম্পাস থেকে উদ্ধার হলো ৯ ফুট লম্বা পাইথন। এলাহাবাদের শ্যামাপ্রসাদ মুখার্জি কলেজ থেকে উদ্ধার করা হয়েছে সেটিকে। পরে বন দপ্তরের হাতে পাইথনটিকে তুলে দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, বুধবার কলেজের একটি ঘরের ভেতর ঢুকে পড়ে সাপটি। পড়ুয়ারা বিষয়টি লক্ষ করে খবর দেয় বোটানি বিভাগের অধ্যাপক এনবি সিং কে। তারা জানত স্যার সাপ ধরায় দক্ষ। তাই দেরী না করে স্যারকে ফোন করে পড়ুয়ারা। অধ্যাপক সিং তখন কুরুক্ষেত্র বিশ্ববিদ্যালয়ে ক্লাস নিচ্ছিলেন।

পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ব্যস্ত ছিলাম। তাই প্রথমে বিষয়টিকে গুরুত্ব দিইনি। পরে ভাবলাম ছাত্ররা পাইথনটিকে হত্যা করতে পারে। তাই ছুটে এলাম। উদ্ধার হওয়া পাইথনটির ওজন ২৪ কেজি বলে জানিয়েছেন অধ্যাপক।

যদিও পরে সেটিকে বনকর্মীদের হাতে তুলে দেওয়া হয়। বনকর্মীরা পাইথনটিকে শঙ্করগড়ের জঙ্গলে ছেড়ে দিয়েছে বলে জানা গিয়েছে। সাপ ধরায় দক্ষ অধ্যাপক সিং। বিগত ১ বছরে তিনি ১৫টি সাপ ধরেছেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*