পুনরায় রাশিয়ার প্রেসিডেন্ট হতে চান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আগামী প্রেসিশেন্ট নির্বাচনে ফের প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা করেছেন পুতিন। বুধবার নিঝনি নভগরোদের ভোলগা শহরের একটি গাড়ি কারখানায় শ্রমিকদের উদ্দেশ্যে দেওয়া বক্তৃতায় তিনি এ ঘোষণা করেন। সূত্রের খবর।
২০০০ সাল থেকে তিনি রাশিয়ার প্রেসিডেন্ট পদে বহাল আছেন। পুতিন বলেন, ‘রাশিয়ার ২০১৮ সালের প্রেসিডেন্ট পদে নির্বাচিত হওয়ার জন্য প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’ তাই আগামী নির্বাচনে জয়ী হলে রাশিয়ার বর্তমান প্রেসিডেন্ট ২০২৪ সাল পর্যন্ত দায়িত্ব পালন করার সুযোগ পাবেন।
Be the first to comment