ভারতীয় একটি ড্রোন চীনের আকাশসীমা লংঘন করার পর বিধ্বস্ত হয়েছে বলে সূত্র থেকে জানা গিয়েছে। সূত্রতে বলা হয়েছে, সাম্প্রতিক দিনগুলোতেই ভারতীয় ড্রোন অনুপ্রবেশের ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছেন চীনের পশ্চিমাঞ্চলীয় ব্যাটেল জোন কমান্ডের উপপরিচালক ঝ্যাং শুইলি। পরে চীনা সীমান্তরক্ষী বাহিনী নিজেদের সীমানায় বিধ্বস্ত ড্রোনটি খুঁজে পায় এবং ভারতের ড্রোন হিসাবে পরিচয় নিশ্চিত হয় বলে দাবি করেছেন শুইলি। তবে সীমান্তের কোথায় ড্রোনটি পাওয়া গেছে তা জানাননি তিনি। তিনি অভিযোগ করে জানান, আকাশসীমা লংঘন করে ভারত চীনের সার্বভৌমত্ব লংঘন করেছে। এ ঘটনায় চীন তীব্র অসন্তোষ প্রকাশ করে প্রতিবাদ জানাচ্ছে বলে মন্তব্য করেছেন তিনি। তবে এ ব্যাপারে দিল্লির কোনো মন্তব্য পাওয়া যায়নি।
Be the first to comment