রোজদিন ডেস্ক, কলকাতা :- মর্মান্তিক পথ দুর্ঘটনা উত্তর দিনাজপুরের ইসলামপুরে। প্রত্যক্ষদর্শীরা বলছেন, দু’টি বেসরকারি বাসের মধ্যে রেষারেষি হচ্ছিল। তা নিয়ে ঝামেলাও বেধে যায় চালকদের মধ্যে। বচসার মধ্যে একটি বাসের স্টিয়ারিং হাত দিয়ে ঘুরে দেয় অন্য বাসের চালক।
আর তারই খেসারত দিতে হয়েছে যাত্রীদের। নিয়ন্ত্রণ হারিয়ে একটি পরপর কয়েকটি টোটোকে পিষে দিয়ে যাত্রীদের বিশ্রামাগারে ঢুকে যায়। রক্তে লাল হয়ে যায় ইসলামপুর বাস টার্মিনাস।
ঘটনাস্থলেই মৃত্যু হয় ১০ বছরের এক কিশোরী-সহ এক যুবকের। কমপক্ষে আট জন এই ঘটনায় মারাত্মকভাবে জখম হয়েছেন বলেও জানা যাচ্ছে। স্থানীয়রাই আহতদের উদ্ধার করে ইসলামপুর হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দমকল, পুলিশও। তাঁরাও উদ্ধারকাজে হাত লাগান। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়।
Be the first to comment