দিনে দুপুরে নৈহাটিতে দুষ্কৃতীর গুলিতে নিহত হলেন পেশায় ব্যবসায়ী এক তৃণমূল কর্মী

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা :- উত্তর ২৪পরগনা জেলার নৈহাটিতে প্রকাশ্য দিবালোকে শুট আউট। শুক্রবার বিকেলে নৈহাটির ব্যানার্জি পাড়াতে ব্যবসায়ী সন্তোষ যাদবকে দুষ্কৃতীরা গুলি ছুঁড়ে খুন করে।প্রাথমিক খবর অনুযায়ী, নৈহাটির গৌরীপুর এলাকায় আচমকা গুলি চলে। মাথায় গুলি লাগে সন্তোষ যাদব নামে এক ব্যক্তির। গুলিবিদ্ধ হওয়ার পর তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, শুক্রবার দুপুর নাগাদ গৌরীপুর এলাকা দিয়ে যাচ্ছিলেন সন্তোষ যাদব নামে ওই ব্যবসায়ী। আচমকা কয়েকজন দুষ্কৃতী তাঁর উপর হামলা চালায়। প্রথমে একটি গুলি চালানো হয় তাঁকে লক্ষ্য করে। তিনি সঙ্গে সঙ্গে প্রতিরোধ করেন এবং দুষ্কৃতীর হাত থেকে রিভলভারটি কেড়ে নেন। এরপর পরপর ৪ রাউন্ড গুলি চালায় বাকি দুষ্কৃতীরা। একটি গুলি লাগে সন্তোষ যাদবের মাথায়। তাঁকে তড়িঘড়ি নৈহাটি স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। দিনেদুপুরে এমন ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। খবর পেয়ে তদন্তে নেমেছে নৈহাটি থানার পুলিশ। হাসপাতালে মা ছেলের মৃতদেহ দেখে কাঁদতে কাঁদতে রাজেশ নামে একজনকে খুনি হিসেবে দায়ী করেছেন। জানান, রাজেশ ছেলের শত্রু ছিল। সে-ই ছেলের উপর এভাবে হামলা চালিয়ে তাঁকে খুন করেছে। তাঁর বয়ানের ভিত্তিতে পুলিশ রাজেশের খোঁজ করছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*