একজন পিতা,আরেক পিতার মুখে ফোটালো হাসি, ৯ বছরের আলতাফকে নিয়ে আবেগঘন পোষ্ট অভিষেকের

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেই দুই সন্তানের পিতা। এবার অভিষেকের উদ্যোগে আর এক পিতার মুখে ফুটেছে হাঁসি। সেই নিয়েই শুক্রবার সন্ধ্যায় আবেগঘন পোষ্ট করলেন তৃণমূল সাংসদ।

তৃণমূলের ডায়মন্ড হারবারের সাংসদ তথা সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শুরু হয়েছে ‘সেবাশ্রয়’ কর্মসূচি। সেই স্বাস্থ্য শিবিরে বাবা – মার সাথে আসে ৯ বছরের আলতাফ হোসেন ঘোরামি। সেইখানে চিকিৎসায় ধরা পড়ে এই ফুটফুটে বাচ্চাটির হার্টের সমস্যা। এরপরই তাঁকে ডায়মণ্ড হারবারের এসডিও গ্রাউন্ডের মডেল ক্যাম্পে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়। সেখানে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর জানা যায় ৯ বছরের আলতাফের হৃদপিন্ডে একটি ছিদ্র রয়েছে। ওই শিবির থেকেই খবরটি যায় তৃণমূল সাংসদ ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কানে। খবর পাওয়া মাত্রই কাল বিলম্ব না করেই শিশুটির দ্রুত অস্ত্রোপ্রচার ও প্রয়োজনীয় চিকিৎসার নির্দেশ দেন। পাশাপাশি জগন্নাথ গুপ্ত ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস বা (জেআইএমএস) হাসপাতালে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসার নির্দেশ দেন অভিষেক। এরপর ৯ বছরের আলতাফের ১২ ঘণ্টা ধরে চলা জটিল ওপেন-হার্ট সার্জারি সফল হয়। এখন সুস্থ আছে ছোট্টো আলতাফ। এরপরই অভিভেষক এদিন তাঁর এক্স হ্যান্ডেলে পোষ্ট করে আবেগঘন হয়ে লেখেন, “একজন বাবা হিসেবে, আমি গভীরভাবে অনুভব করি সেই কষ্ট, যা একজন শিশু যখন কোনও গুরুতর অসুস্থতার সঙ্গে লড়াই করে, তখন তার বাবা-মায়ের সহ্য করতে হয়। তাই ৯ বছরের আলতাফ হোসেন ঘোরামীর যাত্রাপথ আমাকে গভীরভাবে স্পর্শ করেছে। ‘সেবাশ্রয়’ শিবিরে তার জন্মগত হৃদরোগের রোগ নির্ণয় হয় এবং তাকে জগন্নাথ গুপ্ত মেডিকেল সায়েন্স অ্যান্ড হসপিটাল-এ রেফার করা হয়। তার অবস্থা তখন থেকেই আমার মনে দাগ কেটেছে। আজ, আমি স্বস্তি অনুভব করছি আলতাফের উজ্জ্বল হাসি দেখে এবং তার অসাধারণ আরোগ্যের সাক্ষী হতে পেরে। এটি সম্ভব হয়েছে দক্ষ ডাক্তার এবং চিকিৎসা পেশাদারদের নিবিড় পরোপরি যত্নের জন্য।”
আজকে অভিষেকের এই পোষ্ট অনেকের মনেই দাগ কেটে গেলো বলাইবাহুল্য।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*