সাত সকালেই ধর্মতলায় বন্ধ দোকানে আগুন, দমকলের ৫টি ইঞ্জিন ঘটনাস্থলে

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- সপ্তাহানতে সাত সকলেই শহরে অগ্নিকাণ্ড। ধর্মতলায় বন্ধ দোকানের ভিতর দাউদাউ করে জ্বলছে খাবারের দোকান। ঘটনাস্থলে দমকলের ২টি ইঞ্জিন যায়, পরে আগুন বেশি ছড়িয়ে পড়লে আরও ৩টি ইঞ্জিন যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ চালায়। আগুন নিয়ন্ত্রণে এলেও ধোঁয়া রয়েছে এলাকায়।

ধর্মতলার মোড়ের কাছে নিউ মার্কেট এলাকায় একটি জনপ্রিয় বিরিয়ানির দোকানের পাশে ছোট খাবারের দোকানে আগুন লেগেছিল। ঘিঞ্জি এলাকা হওয়ায় আতঙ্ক ছড়ায়। যে ভবনে আগুন লেগেছিল, তার উপরে কিছু অফিস রয়েছে। কয়েকটি পরিবারও থাকে সেখানে। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে তাঁরাও আতঙ্কিত হয়ে পড়েন।
যে সময় আগুন লাগে, সেই সময় দোকান বন্ধ ছিল। বন্ধ ওই দোকানে কীভাবে আগুন লাগল, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, শর্ট সার্কিটের ফলে আগুন লেগে গিয়েছে। তবে আগুন ভয়াবহ রূপ নেওয়ার আগেই দমকল পৌঁছয়। তাই আশেপাশের দোকানে তা ছড়িয়ে পড়েনি। তবে ওই দোকানটির বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। পুড়ে ছাই গিয়েছে দোকানের ভিতরে থাকা সামগ্রী।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*