রোজদিন ডেস্ক :- সম্প্রতি মুম্বইয়ের এক লোকাল ট্রেনে ঘটে গেল তাজ্জব কাণ্ড। বাকি আর পাঁচটা দিনের মতোই স্বাভাবিক নিয়মেই চলছিল লোকাল ট্রেনটি। কিন্তু হঠাৎই মহিলা কামরায় উঠে নগ্ন অবস্থায় রীতিমতো ট্রেনে দাপিয়ে বেড়াতে দেখা গেল এক যুবককে। অভিযোগ, গায়ে সুতোটুকু ছিল না যুবকের। সেই অবস্থায় ভিড়ে ঠাসা মহিলা কামরায় উঠে পড়ে সে। নগ্ন অবস্থায় গেটের সামনে দাঁড়িয়ে যাত্রীদের উদ্দেশে অশ্লীল অঙ্গভঙ্গি করতে দেখা গেছে তাকে। ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। যদিও ভিডিওর সত্যতা যাচাই রোজদিন করে নি।
সূত্রের খবর অনুযায়ী, সোমবার বিকেল ৪টে নাগাদ সিএসএমটি-কল্যাণ ফাস্ট এসি লোকালের মহিলা কামরায় নগ্ন অবস্থায় উঠে পড়ে ওই যুবক। বিষয়টি নজরে আসতেই কামরায় থাকা যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। পরে টিকিট পরীক্ষক এসে পরিস্থিতির সামাল দেন বলে খবর। পরের স্টেশনেই যুবককে ট্রেন থেকে নামিয়ে দেওয়া হয়।
Be the first to comment