রোজদিন ডেস্ক, কলকাতা:- দক্ষিণ কলকাতায় হেলে পড়লো আবাসনের একাংশ। কলকাতা পুরসভার ৯৯ নম্বর ওয়ার্ডের নেতাজি নগরের বিদ্যাসাগর কলোনিতে ঘটে এই বিপত্তি।
নিচ থেকে জক হড়কে যাওয়ায় চার তলা বাড়ি হেলে পড়লো এক তলা বাড়ির উপরে। মঙ্গলবার দুপুর একটা নাগাদ ঘটনাটি ঘটে দক্ষিণ শহরতলীর বাঘাযতীন লাগোয়া বিদ্যাসাগর কলোনিতে। কোনো হতাহতের ঘটনা না ঘটলেও বিকট আওয়াজে বাসিন্দারা রাস্তায় বেরিয়ে আসেন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বছর দশেক আগে এই জায়গায় একটি কাঁচা নর্দমা বুজিয়ে বহুতলটি বানানো হয়েছিল। বেশ কয়েক মাস ধরে বাড়িটি হেলে পড়ছিল। ডেভেলপার হরিয়ানার একটি সংস্থাকে দিয়ে বহুতলটিকে সোজা করার কাজ চলছিল। ভিতের নিচে জক দিয়ে বাড়িটি সোজা করার সময়ই ওই জক হড়কে এই বিপত্তি ঘটে।
কাজ চলছিল মাস তিনেক ধরে। ডেভেলপার ওই আবানের আবাসিকদের অন্যত্র সরিয়ে দিয়ে ছিলেন। তাই হেলে পড়ার সময় বাড়িটি ফাঁকা ছিল। পাশের এক তলা বাড়িটিতেও সেই সময় কেউ ছিলেন না।
পুরসভা সূত্রে খবর, বেআইনি ভাবে এই কাজের জন্য আবাসনের মালিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার পাশাপাশি থানায় অভিযোগ দায়ের করা হবে। এক আধিকারিকের কথায় দরকার হলে এই আবাসনটি ভেঙে দেওয়ায় হতে পারে।
Be the first to comment