মুম্বাইতে মাঝ সমুদ্রে বোটের ধাক্কায় তলিয়ে গেল যাত্রীবাহী একটি লঞ্চ, মৃতের সংখ্যা ১৩

Spread the love

রোজদিন ডেস্ক :- বুধবার মুম্বইতে গেটওয়ে অফ ইন্ডিয়ার কাছে একটি নৌকাডুবির ভয়ানক ঘটনা ঘটে গেলো। তার জেরে এখনও পর্যন্ত কিছু যাত্রীদের মৃত্যুর খবর মিলেছে।

জানা যায় ,বুধবার নৌ সেনার একটি স্পিড বোট আচমকা মাঝপথে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, ধাক্কা মারে একটি যাত্রীবাহী লঞ্চে। বুধবার রাত পর্যন্ত জানা গিয়েছিল দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ১৩ জন, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি আরও দুই। ১০১জনকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিস।
বৃহস্পতিবার সকালে সমাজমাধ্যমে ভাইরাল একটি ভিডিও। মূলত বুধবার রাত থেকেই ঘুরছে ওই কয়েক সেকেন্ডের ভিডিও। যাতে দেখা গিয়েছে লঞ্চ তলিয়ে যাওয়ার আগের মুহূর্তে যাত্রীদের হাহাকার, আতঙ্ক।
গেটওয়ে অফ ইন্ডিয়া থেকে এলিফান্টা দ্বীপে যাচ্ছিল ওই যাত্রীবোঝাই নৌকাটি। যা পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণীয় জায়গা। সেখানে যেতে গিয়েই নৌকাডুবির মত দুর্ঘটনা ঘটে যায়। নৌবাহিনী, উপকূলরক্ষী বাহিনী এবং মুম্বই পুলিশ একযোগে উদ্ধার কাজ শুরু করে মানুষের প্রাণ বাঁচাতে।
উদ্ধারকারী দলগুলি যখন পৌঁছয়, তাঁদের ভয়াবহ অভিজ্ঞতা হয়। দুর্ঘটনাস্থলে যেতেই মানুষের চিৎকার, কান্না ভেসে আসতে শুরু করে বলে জানান তাঁরা। নৌকাডুবির পর সাহায্যের জন্য মানুষ চিৎকার শুরু করেন। মানুষের চিৎকার, কান্নায় ভেসে যেতে শুরু করে চারপাশ বলে জানান উদ্ধারকারীরা।
মহিলা এবং শিশুদের কীভাবে প্রথমে উদ্ধার করা যায়, সেই চেষ্টাই নৌবাহিনী, উপকূলরক্ষী বাহিনীর তরফে শুরু করা হয় প্রথমে বলে জানা যায়।
তবে শতচেষ্টার পরও পরপর ১৩ জনের মৃত্যুর খবর মেলে দুর্ঘটনায়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*