রোজদিন ডেস্ক, কলকাতা:- সোমবার রাতে জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প হয়। স্থানীয় সময় রাত ৯ টা ১৯ মিনিটে ভূমিকম্পটি মিয়াজাকি প্রিফেকচারের কাছে কিউশু দ্বীপে কেন্দ্রীভূত হয়। এর পাশাপাশি কোচি প্রিফেকচারের জন্যও সুনামির সতর্কতা জারি করা হয়েছে। জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে, ভূমিকম্পের ফলে সমুদ্রতটে এক মিটার উচ্চতার ঢেউ আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। তবে ভূমিকম্পের সম্পূর্ণ প্রভাব এখনো জানা যায়নি।
জাপান ‘রিং অফ ফায়ার’ নামে পরিচিত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ভূমিকম্পপ্রবণ এলাকায় অবস্থিত। এই অঞ্চলে প্রায়শই আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত এবং ভূমিকম্পের ঘটনা ঘটে।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থাও (USGS) এই ভূমিকম্পের তথ্য নিশ্চিত করেছে। ভূমিকম্পের পর স্থানীয় কর্তৃপক্ষ সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করেছে।
BREAKING: Japan has warned of a possible tsunami following an earthquake of around 6.9 magnitude, according to the meteorological agency.https://t.co/iOm40vn1kt
📺 Sky 501, Virgin 602, Freeview 233 and YouTube pic.twitter.com/lQf9TvzkYz
— Sky News (@SkyNews) January 13, 2025
Be the first to comment