রোজদিন ডেস্ক,কলকাতা:- রবিবাসরীয় সকালে জম্মু কাশ্মীরে ভয়াবহ দুর্ঘটনা। ক্যাম্পার ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ এসইউভির। ঘটনাস্থলেই মৃত্যু চার যাত্রীর। নিখোঁজ বাকি দুই। জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে জম্মু কাশ্মীরের খিস্তাওয়ারে। এসইউভি গাড়িটিতে মোট ছয় জন যাত্রী ছিলেন।
Jammu and Kashmir: A camper accident in Massu Paddar, Kishtwar, left six onboard; four bodies have been recovered, and two are missing. Leader of Opposition Sunil Sharma, DC Rajesh Shavan, and SDM Amit Bhagat arrived to oversee the rescue efforts pic.twitter.com/cQIBdENR4Q
— IANS (@ians_india) January 5, 2025
তাঁর মধ্যে চারজনের দেহ উদ্ধার করা গিয়েছে। বাকি দু’জন নিখোঁজ। ক্যাম্পারের সঙ্গে ধাক্কা লেগে খাদের নীচে পড়ে যায় গাড়িটি। দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে উদ্ধার করা হচ্ছে। জম্মু কাশ্মীরে ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৪, নিখোঁজ ২।
Be the first to comment