রোজদিন ডেস্ক, কলকাতা :- গোটা রাজ্য জুড়ে পালিত হচ্ছে ৭৬ তম প্রজাতন্ত্র দিবস। আর এদিন সকালেই শহরে ঘটল মর্মান্তিক দুর্ঘটনা । কাশীপুরের বিটি রোডে চিকিৎসকের গাড়ির ধাক্কায় মৃত্যু হল ভ্যান চালকের । ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ । ছুটির দিনে ভোর রাতে এই দুর্ঘটনার জেরে কাশীপুরের বিটি রোডে ছড়িয়ে পড়েছে উত্তেজনা।
পুলিশ সূত্রে খবর, গ্রেফতার চিকিৎসক হলেন দেবজিৎ বিশ্বাস। তিনি রবিবার ভোররাতে দ্রুত গতিতে গাড়ি নিয়ে বিটি রোড দিয়ে যাচ্ছিলেন । আর তখনই নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি ভ্যানচালককে ধাক্কা মারে। এরফলে রাস্তায় ছিটকে পড়েন ওই ভ্যানচালক। খবর পেয়ে সঙ্গে সঙ্গে যায় কাশীপুর থানার পুলিশ । রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা ভ্যানচালককে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে । চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করে । তাঁর দেহ ময়নাতদন্তের জন্য পাঠান হয়েছে ।
ঘটনার স্থল থেকে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুর্ঘটনার পরে ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে অভিযুক্ত চিকিৎসক দেবজিৎ । কিন্তু তাঁকে সঙ্গে সঙ্গে গ্রেফতার করেছে পুলিশ । ধৃতের দাবি, গাড়ি চালাতে চালাতে ঘুমিয়ে পড়ায় এই দুর্ঘটনা। তবে প্রশ্ন উঠছে গাড়ি চালক মদ্যপঅবস্থায় ছিল নাকি ঘুমিয়ে পড়েছিলেন এর উত্তর খুঁজতেই তদন্তে নেমেছে কাশীপুর থানার পুলিশ।
Be the first to comment