রোজদিন ডেস্ক,কলকাতা :- বিদ্যুতের খুঁটিতে লাফিয়ে উঠলেন এক তরুণী। চুড়িদার পরে বিদ্যুতের খুঁটিয়ে লাফিয়ে উঠে, সেখান থেকে বিভিন্ন ধরনের পোজ দিতে শুরু করেন। বিদ্যুতের খুঁটিতে লাফিয়ে উঠে, সেখানকার তার ধরে টানতে শুরু করে করেন ওই তরুণী। প্রায় সিনেমার মত দৃশ্য দেখে স্থানীয়রা অনেকে অবাক হয়ে যান।
ওই মহিলা হাত ছেড়েও বিদ্যুতের খুঁটি থেকে ঝুলতে শুরু করেন। কী কারণে ওই মহিলা বিদ্যুতের খুঁটি থেকে ঝুলতে শুরু করেন, তা নিয়ে সন্দেহ দানা বাঁধতে শুরু করে মানুষের মনে। তবে শুধুমাত্রা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই সংশ্লিষ্ট মহিলা ওই ধরনের ব্যবহার করেন বলে মত প্রকাশ করেন বহু মানুষ। নিজের জীবন বাজি রেখে, শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে যাঁরা এই ধরনের কাজ করেন, তাঁদের শাস্তির দাবি জানান বহু মানুষ।
విద్యుత్ స్తంభాలపై యువతి రీల్స్…
సోషల్ మీడియాలో ఫేమస్ అవ్వాలనే ఉద్దేశంతో ఓ యువతి విద్యుత్ స్తంభాలపైకి ఎక్కి వైర్లను పట్టుకుని రీల్స్ చేసింది. స్తంభానికి విద్యుత్ సరఫరా లేకపోవడంతో ఎలాంటి ప్రమాదమూ జరగలేదు. ఇలాంటి వారిని కఠినంగా శిక్షించాలని నెటిజన్లు కోరుతున్నారు. pic.twitter.com/ZxhRJyoLFq
— ChotaNews (@ChotaNewsTelugu) December 25, 2024
Be the first to comment