প্রকাশ্যে ঢাকার রাস্তায় আক্রান্ত হলেন বেলঘরিয়ার যুবক

Spread the love

রোজদিন ডেস্ক :- বাংলাদেশে ক্রমেই বেড়ে চলেছে হিন্দুদের উপর আক্রমণ। এবার বন্ধুর বাড়ি ঘুরতে গিয়ে বাংলাদেশে প্রকাশ্য রাস্তায় দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হলেন পশ্চিমবঙ্গের যুবক।

বাংলাদেশর উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই দিন দশেক আগে ঢাকায় বন্ধুর বাড়িতে বেড়াতে গিয়েছিলেন পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বেলঘরিয়ার বাসিন্দা সায়ন ঘোষ। তিন দিন পরেই ফেরার কথা ছিল কলকাতায়। অভিযোগ, তার আগেই ঢাকায় প্রকাশ্য রাস্তায় কয়েক জন দুষ্কৃতীর হাতে আক্রান্ত হলেন তিনি। কোনও রকমে বন্ধুর সাহায্যে প্রাণ বাঁচিয়ে দেশে ফিরেছেন। সেই অভিজ্ঞতার কথা বলতে গিয়ে শিউরে উঠলেন সায়ন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বেলঘরিয়ার ৩৫ নম্বর ওয়ার্ডের দেশপ্রিয় নগর এলাকার বাসিন্দা সায়ন। গত ২৩ নভেম্বর ঢাকায় বন্ধুর বাড়িতে গিয়েছিলেন তিনি। ফেরার কথা ছিল নভেম্বরের ২৬ তারিখ। অভিযোগ, ফেরার আগের দিন অর্থাৎ ২৫ নভেম্বর বন্ধুর সঙ্গে ঢাকার বাজারে ঘুরতে বেরিয়েছিলেন সায়ন। সে সময়ই আচমকা এক দল লোক এসে তাঁদের ঘিরে ধরেন। শুরু হয় ‘জেরা’। ভারত থেকে গিয়েছেন শুনেই নাকি তাঁর উপর চড়াও হন তাঁরা। শুরু হয় মারধর। প্রকাশ্য রাস্তায় এমন ঘটনা দেখেও এগিয়ে আসেননি কেউই। শেষ পর্যন্ত ওই বন্ধুর তৎপরতায় দুষ্কৃতীরা পিছু হটে। তবে তত ক্ষণে রক্তে ভেসে যাচ্ছে সায়নের গোটা শরীর।
সায়ন জানিয়েছেন সেই সময় তাঁদের সাহায্যে কেউ এগিয়ে আসেনি। এমনকি পুলিশের কাছে অভিযোগ জানাতে গেলে তারাও অভিযোগ নিতে অস্বীকার করে। এরপর চিকিৎসার জন্য হন্যে হয়ে একের পর এক হাসপাতালে ঘোরেন তাঁরা ।কিন্তু কেউ সায়ন এবং তাঁর বন্ধুর চিকিৎসা করতেও রাজি হননি। অবশেষে ঢাকা মেডিকেল কলেজ এবং হাসপাতালে গিয়ে চিকিৎসা করান তাঁরা।
এরপর স্বাভাবিকভাবে প্রাণের ভয়ে বাংলাদেশ ছাড়েন সায়ন। গেদে সীমান্ত থেকে চেকপোস্ট দিয়ে ভারতে চলে আসেন তিনি। ভারতে পৌছেই পুরো ঘটনা জানিয়ে বেলঘরিয়া থানা এবং গেদে সীমান্তের শুল্ক অফিসে লিখিত অভিযোগ দায়ের করেন সায়ন। সোমবার কলকাতায় বাংলাদেশের উপদূতাবাসে গিয়েও অভিযোগ জানাবেন বলে জানিয়েছেন তিনি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*