কিছুদিন আগেই মুক্তি পেয়েছে ‘ঠগস অব হিন্দোস্তান’৷ প্রত্যাশামাফিক বক্সঅফিসে কামাল দেখাতে ব্যর্থ হয়েছে আমির খান অভিনীত এই ছবি ৷ তবু বেশ মজায় আছেন মিস্টার পারফেকশনিস্ট ৷ কর্মজীবনের প্রভাব কিন্তু ব্যক্তি জীবনে এক্কেবারেই পড়তে দেননি আমির ৷ আর তা বোঝা গেল তাঁর সাম্প্রতিক একটি পোস্ট থেকে ৷
ইনস্টাগ্রামে নিজেদের বেশ কিছু মজার ছবি শেয়ার করেছেন অভিনেতা। সেই ছবিগুলিতে আমিরের পরিবারের সদস্যদের দেখা যাচ্ছে বিখ্যাত ‘অ্যাসটেরিক্স’ কমিক্সের নানা চরিত্রে। আমির-পুত্র ছোট্ট আজাদকে দেখা যাচ্ছে অ্যাসটেরিক্সের বেশে। আমির ও তাঁর স্ত্রী কিরণ রাও সেজেছেন যথাক্রমে ওবেলিক্স ও গেটাফিক্স। আরও মজার হল, তাঁদের পোষ্য কুকুরও আছে এই ছবিগুলিতে। ওবেলিক্সরূপী আমিরের কোলের কুকুরটিকে দেওয়া হয়েছে ওবেলিক্সেরই পোষ্যের নাম, ‘ডগম্যাটিক্স’।
Be the first to comment