সুপ্রিম কোর্টের।নির্দেশে নিয়োগ দুর্নীতি মামলায় আর বিচার করতে পারবেন না অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ভারতের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচুরের বেঞ্চ স্পষ্ট নির্দেশ দিয়েছেন,
কলতাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি অবিলম্বে যেন এই নিয়োগ দুর্নীতি সংক্রান্ত সমস্ত মামলা অন্য বিচারপতির বেঞ্চে স্থানান্তর করতে হবে।
এ প্রসঙ্গে সুপ্রিম কোর্টের সেক্রেটারি জেনারেলকে পাল্টা নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। স্বচ্ছতার রাখার জন্য সুপ্রিম কোর্টের সেক্রেটারি জেনারেলকে আজ রাত ১২টার মধ্যে সুপ্রিম কোর্টে জমা পড়া রিপোর্ট পাঠানোর নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। একইসঙ্গে হাইকোর্টের রেজিস্টার জেনারেলের জমা দেওয়া কপির অনুবাদ পাঠানোর নির্দেশ দিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
সুপ্রিম কোর্টের রায়ের পর বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়
বলেন, “আমি রাত ১২টা ১৫ পর্যন্ত চেম্বারে অপেক্ষা করব। রিপোর্টে পাঠানো অনুবাদ কপি সহ কোন রিপোর্ট সুপ্রিম কোর্টে জমা পড়েছে সেটা দেখতে চাই। আমার কাজ শেষ হয়নি। রিপোর্টটা দেখি।’ পাশাপাশি, কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলকে তাঁর নির্দেশ জানানোর জন্যও আবেদন করেছেন তিনি।
Be the first to comment