পাকিস্তানি সেনাদের হাত থেকে মুক্তি পাওয়ার পর দিল্লির সেনা হাসপাতালে বর্তমানে চিকিৎসা চলছে বায়ুসেনা পাইলট অভিনন্দন বর্তমানের। তাঁর শারীরিক পরীক্ষা চলছে বলে খবর। জোর দেওয়া হচ্ছে মানসিক পরীক্ষার ওপরে। জানা গিয়েছে, বিমান ভেঙে পড়ার পর পাক অধিকৃত কাশ্মীরে আপাতকালীন অবতরণ করেন অভিনন্দন। এরকম ক্ষেত্রে জোরাল আঘাত পাওয়ার সম্ভাবনা থাকে। বিশেষ করে বিমান চালকের পিঠের দিকে। তবে ভিডিওতে যেভাবে অভিনন্দনকে সোজা হয়ে হাঁটতে দেখা গিয়েছ তাতে তার আঘাত খুব একটা গুরুতর নয় বলেই মনে করেছেন বিশেষজ্ঞরা। তাই ‘ডিব্রিফিং’ শেষ হওয়ার পরই বায়ুসেনায় ফিরতে পারেন অভিনন্দন।
ঘটনায় কতটা মানসিকভাবে আঘাত পেয়েছেন? জানতে চাওয়া হয় শত্রুপক্ষ তার কাছ থেকে কোনও গোপন তথ্য বের করে নিয়েছে কিনা? এছাড়াও তার ওপরে কোনও শারীরিক অত্যাচার করা হয়েছে কিনা? পাশাপাশি জানতে চাওয়া হয় কী ধরনের কথাবার্তা হয়েছে পাক সেনা অফিসারদের সঙ্গে? একেই বলা হয়ে ডিব্রিফিং। দিল্লির সেনা হাসপাতালে চলেছে অভিনন্দনের কুলিং ও ডিব্রিফিং প্রক্রিয়া। আগামী কয়েকদিন ধরে তা চলবে।
Be the first to comment