শুক্রবার রাত ৯টা ২০ মিনিটে ভারতের মাটিতে পা রাখেন উইং কম্যান্ডার অভিনন্দন বর্তমান। সীমান্তে দাঁড়িয়েই তিনি বলেন, দেশে ফিরতে ভালো লাগছে। তারপর দ্রুত তাঁকে সেখান থেকে নিয়ে যায় বায়ুসেনা।
আপাতত জানা গিয়েছে, দিল্লিতে মিলিটারি হসপিটালে তাঁর মেডিক্যাল চেক আপ হয়েছে। তিনি এখন এয়ার ফোর্সের হস্টেলেই আছেন বলে খবর। শুক্রবারই জানা গিয়েছিলো, আজ অর্থাৎ শনিবারই নিয়মমাফিক কয়েকদফা প্রশ্নের মুখে পড়তে হবে। যুদ্ধবন্দিরা দেশে ফিরলে গোয়েন্দারা তাঁদের থেকে জানার চেষ্টা করেন তাঁরা কোনও গোপন তথ্য শত্রু দেশকে দিয়েছেন কিনা? শত্রু কোনওভাবে তাঁদের মগজ ধোলাই করেছে কিনা?
Be the first to comment