বৃহস্পতিবার বাঁকুড়া জেলার ৪টি ব্লক গঙ্গাজলহাটি, মেজিয়া, ইন্দাপুর এবং তালডাঙ্গাতে জনস্বাস্থ্য দপ্তরের পানীয় জল প্রকল্পের উদ্বোধন করেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। উদ্বোধনের পর তিনি বলেন, ২০১১ সালে মুখ্যমন্ত্রী ক্ষমতায় আসার পর ৬০-৬৪% মানুষ পানীয় জল পাচ্ছে, আমাদের এটা ১০০% করতে হবে, এটাই আমাদের আজকের অঙ্গীকার।
তিনি আরোও বলেন, কেন্দ্রের সরকার ৫ বছর রয়েছে, একটা উন্নয়নের কাজ ওরা করেনি। ওরা মাথায় ফেট্টি বেঁধে রাস্তায় নেমে বিভাজনের নামে সমাজকে অশান্ত করছে। আগামী দিনে বাংলার মানুষ যোগ্য জবাব দেবে।
অভিষেক বলেন, আমরা চাই সন্ত্রাসবাদ ধ্বংস হোক যারা এই কাজ করেছে তাদের কঠোর শাস্তি হোক কিন্তু আপনি যদি ভাবেন সেনাকে নিয়ে ভারতের মাটিতে রাজনীতি করবেন আমরা তা মানব না।ভারত মায়ের বীর সন্তান অভিনন্দন নিজের সততা, নিষ্ঠা ও দেশপ্রেমের জোরে ফিরে এসেছে, আর আপনি বলছেন আপনার দক্ষতায় ফিরে এসেছে। আপনি যদি এত বড় নেতা হন তাহলে পাকিস্তান থেকে হাফিজ সৈয়দ, ললিত মোদী, নীরব মোদী কে ফিরিয়ে আনুন।
Be the first to comment