মমতা বন্দ্যোপাধ্যায় কথা দিলে তা অক্ষরে অক্ষরে পালন করেনঃ অভিষেক বন্দ্যোপাধ্যায়

Spread the love

বাঁকুড়া জেলার ৪টি ব্লক গঙ্গাজলহাটি, মেজিয়া, ইন্দাপুর এবং তালডাঙ্গাতে বৃহস্পতিবার জনস্বাস্থ্য দপ্তরের পানীয় জল প্রকল্পের উদ্বোধন করলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সভায় তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় যা কথা দিয়েছিলেন তা তিনি অক্ষরে অক্ষরে পালন করেছেন। অনেকে চেয়েছে উন্নয়ন যাতে না হয়, অনেকে বড় বড় কথা বলেছে, কেস করেছে, উন্নয়নের মাধ্যমেই মমতা বন্দ্যোপাধ্যায় তাদের যোগ্য জবাব দিয়েছেন।
তিনি আরোও বলেন, আজকের দিনটি ঐতিহাসিক কারণ আজ এখানে কয়েকটি জল প্রকল্পের উদ্বোধন হল, বাঁকুড়া মুকুটমণিপুর এইসব এলাকায় জলের খুব সংকট তাই আমি নিজে দেখব যাতে আগামী ২ বছরের মধ্যে যাতে সব বাড়িতে জল পৌঁছে যায়।

এদিন কেন্দ্রের মোদী সরকারকে তীব্র ভাষায় আক্রমণ করে তিনি বলেন, আমরা ফাঁকা কলসির মতো বড় কথা আর কাজের বেলায় লবডঙ্কা, সেই সরকার নই। ওরা নকল দেশপ্রেমকে কাজে লাগিয়ে মানুষকে বিভ্রান্ত করতে চাইছে, এটা লজ্জার। ভারতের সেনা দেশের গর্ব, দেশের সম্পদ, কোনও রাজনৈতিক দলের পৈতৃক সম্পত্তি নয়। আমার সম্প্রীতির পক্ষে সেনার পক্ষে কিন্তু আমরা মোদি সরকারের তানাশাহীর পক্ষে নই। দেশজুড়ে এমন এক পরিস্থিতি তৈরী করার চেষ্টা করা হচ্ছে যে কেউ কোন প্রশ্ন করলে তাকে দেশদ্রোহী বলা হচ্ছে, বলা হচ্ছে সে দেশের বিপক্ষে। আমরা কোনোদিন এমনটা মেনে নেবোনা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*