ত্রিপুরায় তৃণমূল কর্মী-সমর্থকদের উপর হামলার ঘটনায় বিপ্লব দেবের সরকারকে তুলোধনা করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ সোমবার পোলো টাওয়ার্সে সাংবাদিক বৈঠকে বললেন, ‘‘বাংলায় দুয়ারে সরকার চলছে, আর বিপ্লব দেবের মদতে ত্রিপুরায় দুয়ারে গুন্ডা ৷ তিন বছরে রাজ্যকে পঞ্চাশ বছর পিছিয়ে দিয়েছে মুখ্যমন্ত্রী ৷’’
আগামী ২৯ নভেম্বর ত্রিপুরায় পুরভোট ৷ পৌরনির্বাচন ঘিরে উত্তপ্ত ত্রিপুরা। খুনের চেষ্টার অভিযোগে গ্রেফতার হয়েছেন পশ্চিমবঙ্গে তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রী সায়নী ঘোষ ৷ অভিযোগ, সেই সময় থানাতে হামলা চালায় একদল দুষ্কৃতী ৷ হামলায় তৃণমূলের বেশ কয়েকজন কর্মী জখম হন ৷ সেই সময় থানায় উপস্থিত ছিলেন কুণাল ঘোষ, সুস্মিতা দেব-সহ তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। তা নিয়েও বিজেপিকে আক্রমণ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ জানালেন, এই ঘটনায় আজ সুপ্রিম কোর্টে মামলা করা হয়েছে, কাল তার শুনানি ৷ তাঁর দাবি, ত্রিপুরায় বিজেপির পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছে ৷ তাই তৃণমূলের উপর আক্রমণ করা হচ্ছে ৷ তবে হামলা হলেও তাঁরা যে ত্রিপুরার ময়দান ছাড়বেন না, তা স্পষ্ট করে দেন অভিষেক ৷
অন্যদিকে গত কয়েকমাস ধরেই দেশের অন্যতম ইস্যু পেট্রপণ্যের দাম বৃদ্ধি ৷ সম্প্রতি তার দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার ৷ বাংলায় হারের কারণেই এই সিদ্ধান্ত বলে মন্তব্য অভিষেকের ৷ তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, ‘‘ডবল ইঞ্জিন সরকারে এখানে ছোট চোর চুরি করছে, ওপরে দুটো চোর বসে চুরি করছে ৷ এখন তৃণমূলের ভয়ে জিনিসের দাম কমাচ্ছে ৷ দেশে তৃণমূল ছাড়া কোনও বিরোধী নেই ৷’’
শুধু সমালোচনাই নয়, ক্ষমতায় আসলে ত্রিপুরাকে দেশের সেরা রাজ্য পরিণত করার প্রতিশ্রুতিও দিলেন তিনি ৷ বিধানসভা নির্বাচনের আগে বাংলায় তৃণমূলের অন্যতম হাতিয়ার ছিল দুয়ারে সরকার ৷ ত্রিপুরাতেও ভোটের আগেও একই প্রতিশ্রুতি দিলেন তিনি ৷ বললেন, ‘‘বিজেপির বাইকবাহিনীকে বাধ্য করব আপনাদের পা ধরিয়ে দুয়ারে সরকারের ফর্ম ফিলাপ করে দিতে ৷’’
Be the first to comment