শনিবার হলদিয়ার শ্রমিক সভা থেকে বিজেপিকে একহাত নিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। CBI ও ED-র প্রসঙ্গে তুলে ধরে বিজেপিকে কটাক্ষ করেছেন তিনি। বলেন, আমার পিছনে ইডি সিবিআই লাগিয়ে দিয়েছে। দিল্লিতে দু’বার ডেকে আমার মাথা হেঁট করে দিয়েছ। আর তোমার মাথাও আমি দু’বার হেঁট করে দিয়েছি। বিজেপির দু’জন তৃণমূলে যোগ দিয়েছে। এখন দরজা খুললে পুরো দলটাই উঠে যাবে।
পাশাপাশি বিজেপি থেকে আসা দলবদলুদেরও ওই সভা থেকেই হুঁশিয়ারি দিয়েছেন অভিষেক। তিনি বলেন, অন্য দল থেকে যাঁরা এসেছেন তাঁরা আর এই দলে ছড়ি ঘোরাতে পারবেন না। চাটার্ড অফ ডিমান্ডে থাকবেন। ১০০ দিন সময় দিন সব বদলে দেব। একটাও ঠিকাদার থাকবে না। কথা দিচ্ছি সব ঠিক করে দেব।
শুভেন্দু অধিকারীর খাসতালুকে এবার দাগ কাটতে মরিয়া তৃণমূলের যুবরাজ! শিল্পশহরে শ্রমিক সংগঠনকে একত্রিত করতে এবার হলদিয়া যাচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার হলদিয়ার রানিচকে সংহতি ময়দানে শ্রমিক সমাবেশের সভায় বক্তৃতাও দেবেন তিনি। মূলত হলদিয়া ও পাঁশকুড়ার আসন্ন পুরভোট ও পঞ্চায়েত ভোটকে পাখির চোখ করেই শ্রমিক অসন্তোষ দূর করতে তৃণমূলের সেকেন্ড-ইন কম্যান্ড হলদিয়ায় শ্রমিক সমাবেশের সভায় যোগ দিতে যাচ্ছেন। তৃণমূলের শ্রমিক সংগঠন INTTUC-র তরফেই এই সভার আয়োজন করা হয়েছে। আর এই সভার মূল বক্তা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা ডায়মণ্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।
Be the first to comment