‘নিঃশব্দ বিপ্লব’- ৪০০ পাতার পুস্তিকায় কাজের খতিয়ান প্রকাশ করে বিরোধীদের চ্যালেঞ্জ ছুড়লেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ২০১৯-এ এই দিনই শপথ নিয়েছিলেন তিনি। সেই দিনের কথা মনে রেখেই এই দিনে কাজের খতিয়ান প্রকাশ করেন তিনি। জানান, মাঝে কোভিড ও ভোটের কারণে বাদ দিয়ে প্রতিবছরই কাজের খতিয়ান প্রকাশ করেছেন। তিনি। তারপরেই কেন্দ্রের মোদি সরকারকে চ্যালেঞ্জ ছুড়ে অভিষেক বলেন, আমি ৪০০ পাতার পুস্তিকা প্রকাশ করেছি। কেন্দ্রের বিজেপি সরকার একপাতা প্রকাশ করে জানাক তারা ডায়মন্ড হারবার তথা দক্ষিণ চব্বিশ পরগনা এমনকী বাংলার উন্নয়নে কী করেছে! কেন্দ্রীয় বাহিনী দিয়ে পঞ্চায়েত ভোট করার বিষয়টি নিয়েও বিজেপিকে তীব্র কটাক্ষ করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।
অভিষেক বলেন, ‘‘২০১৪ সালের প্রথম বার যখন আমি ডায়মন্ডহারবারে দাঁড়িয়েছিলাম তখন আমি ৭১ হাজার ২৯৯ ভোটে জয়ী হয়েছিলাম। কিন্তু ২০১৯ সালে আমার কেন্দ্রে প্রধানমন্ত্রী এসে প্রচার করে বলে গিয়েছিলেন “ডব্বা গুল হো জায়েগা”। কিন্তু আপনারা আমাকে ৩ লক্ষ ২২ হাজার ভোট জয়ী করেছিলেন। পশ্চিমবঙ্গের ৪২টি লোকসভা আসনের মধ্যে আপনারা আমাকে সর্বাধিক ভোট পেতে সাহায্য করেছিলেন।’’ কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হলে পঞ্চায়েতের ফল আরও ভালো হবে। অভিষেকের কথায়, ২০২১-এ তৃণমূলের থেকে বিরোধীদের যে ব্যবধান ছিল তা ২০২৩-এ বাড়বে, ২৩-এর থেকে ২৪-এ আরও বাড়বে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, ‘‘আগামী লোকসভা নির্বাচনে আমাকে আপনারা ৪ লক্ষের বেশি ভোটে জয়ী করুন।’’
এরপরেই ফের ইডি সিবিআই দিয়ে বিরোধীদের উপর চাপ বাড়ানোর মোদি সরকারের অপচেষ্টার বিরুদ্ধে গর্জে ওঠেন অভিষেক। বলেন, ‘‘মোদিজির ৫৬ ইঞ্চি ছাতি। আমার ৩ বছরের বাচ্চা, তাঁকেও ছাড়েনি। ৯ বছরের মেয়ে তাঁকে আটকাচ্ছে। এয়ারপোর্টে আটকানো হয়েছিল তাঁদের। কেন? তাঁদের বাবার নাম অভিষেক ব্যানার্জি।’’ এরপরেই তোপ দেগে তিনি বলেন, ‘‘ইতিহাসের পুনরাবৃত্তি হবে। আপনাকেও কংগ্রেস আমেরিকায় যেতে দেয়নি। মানুষ জবাব দিয়েছিল। আগামী দিনেও মানুষ জবাব দেবে। মনে আছে আপনি আমেরিকায় যেতে চেয়েছিলেন। কংগ্রেস আপনাকে ভিসা দেয়নি। বিদেশ মন্ত্রক থেকে আপনাকে ছাড়পত্র দেওয়া হয়নি। মানুষ এগুলো পছন্দ করে না।’’
চ্যালেঞ্জ ছু়ড়ে অভিষেক বলেন, ‘‘আপনি আমার সঙ্গে রাজনৈতিক লড়াই করুন। আপনি জনতার দরবারে আমার সঙ্গে লড়াই করুন, কেউ আপনাকে বাধা দেবে না। আপনি ব্যক্তিগত ভাবে যে ভাবে আমার স্ত্রীকে, আমার ৯ বছরের মেয়ে, আমার ৩ বছরের শিশু সন্তানকে পর্যন্ত আপনি আক্রমণ করেছেন এর জবাব মানুষ দেবে। আমি দেব না। মানুষ আপনাকে জবাব দেবে।’’
Be the first to comment