ফাইল ছবি,
অর্জুন সিংহ যদি এতবড়ো নেতা হয় তাহলে বিজেপির প্রার্থী হয়ে দাঁড়াক। দীনেশ ত্রিবেদীকে ২ লক্ষ ভোটে ব্যারাকপুরের মানুষ ভালোবেসে জেতাবে। আর ২ লক্ষ ভোটের ১ ভোট যদি ব্যবধান কম হয় অর্থাৎ ১ লক্ষ ৯৯ হাজার ৯৯৯ ভোট হলে আমার সঙ্গে এসে কথা বলবেন। বৃহস্পতিবার অর্জুন সিংহ প্রসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথাই বললেন তৃণমূল যুব কংগ্রেস সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়।
এদিন অভিষেক আরও বলেন, মমতা বন্দ্যপাধ্যায়কে দেখেই মানুষ ভোট দেয়। অন্য কাউকে দেখে ভোট দেয় না। এসব করে কোনও লাভ নেই। ক্ষমতা থাকলে বিজেপির টিকিটে দাঁড়াক অর্জুন সিং। দীনেশ ত্রিবেদী সম্মানীয় লোক, অনেকদিন দলের সঙ্গে আছেন, আর সেকারনেই দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুনরায় তাঁর উপরেই আস্থা রেখেছেন।
অভিষেক বলেন সৌমিত্র খাঁ, অর্জুন সিং, অনুপম হাজরা এরা জানে যে টিকিট পাবে না, তাই অন্য দলে গেছে। তবে এতে আমাদের কিছু যায় আসে না। যারা টিকিটের খোঁজে যাচ্ছে ২৩ মে এর পর আর তাদের ল্যাজ খুঁজে পাওয়া যাবে না বলেও মন্তব্য করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
Be the first to comment