‘বিজেপিকে সমর্থন করে যে পাপ বাঁকুড়ার মানুষ করেছে: অভিষেক বন্দ্যোপাধ্যায়

Spread the love

বাঁকুড়ায় অভিষেক বন্দ্যোপাধ্যায়। সভা করলেন ওন্দায়। পঞ্চায়েত ভোটের আগে এই বাঁকুড়া জেলার উপর বিশেষ নজর দিচ্ছে তৃণমূল। কারণও রয়েছে অবশ্য অনেক। অতীতে ২০১৯ সালের লোকসভা নির্বাচন হোক, বা ২০২১ সালের বিধানসভা নির্বাচন হোক… আশানুরূপ ফল হয়নি তৃণমূলের। সেই আক্ষেপের কথা এদিন বার বার উঠে এসে অভিষেকের গলায়। পঞ্চায়েতের আগে বাংলায় তপ্ত রাজনীতির বাতাবরণ। আর বাঁকুড়ার অবস্থা তো আক্ষরিক অর্থেই তপ্ত। চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের উপর দিয়ে যাচ্ছে তাপমাত্রা। ঘড়ির কাঁটায় তখন দুপুর প্রায় আড়াইটে। মাথার উপরে দাপট দেখাচ্ছে সূর্যের তেজ। আর সেই চাঁদিফাটা গরমকে উপেক্ষা করেই বাঁকুড়ার ওন্দায় সভা করলেন অভিষেক।

অতীতের নির্বাচনী ধাক্কার কাঁটা যে এখনও বিঁধছে তৃণমূল শিবিরকে, তা এদিন অভিষেকের কথা থেকেই বার বার উঠে এল। সভাস্থলে ভিড় জমানো সাধারণ মানুষদের জন্য মাথার উপর ছাউনির ব্যবস্থা করা হয়েছিল বটে। কিন্তু এই তীব্রদাহের মধ্য়েও যে অভিষেকের সভায় এসে এত মানুষ ভিড় করেছেন, তা দেখে আপ্লুত তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। অভিষেকের বক্তব্য, এই গরমের মধ্যেও যাঁরা সভায় এসে ভিড় করেন, তাঁরা বক্তব্য শুনতে আসেন না। বললেন, ‘ওই মানুষরা সিদ্ধান্ত নিয়ে এসেছেন, বাঁকুড়ায় এর আগে ২০১৯ সালে ও ২০২১ সালে বিজেপিকে সমর্থন করে যে পাপ বাঁকুড়ার মানুষ করেছে, তার প্রায়শ্চিত্ত আগামী দিনে করবেন তাঁরা।’ সঙ্গে অভিষেক এও বললেন, এই কাজে একমাত্র বিকল্প হল তৃণমূল।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*