সেন্ট্রাল পার্কের মাঠ পরিদর্শনে বৃহস্পতিবার বিধাননগর আসেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ ২১ জুলাই শহীদ দিবসের সমাবেশে যোগ দিতে চলা কর্মী-সমর্থকদের জন্য এখানে থাকা-খাওয়ার ব্যবস্থা করা হয়েছে ৷ সেই ব্যবস্থাপনা খতিয়ে দেখতে এদিন মাঠ প্রাঙ্গণে আসেন অভিষেক ৷ তাঁকে স্বাগত জানাতে হাজির ছিলেন দমকলমন্ত্রী ও স্থানীয় বিধায়ক সুজিত বসু, মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, সপারিষদ বিধাননগরের মেয়র কৃষ্ণা চক্রবর্তী এবং দক্ষিণ দমদম পুরসভার কাউন্সিলররা ৷
দু’বছর পর স্বমহিমায় ২১ জুলাই৷ তৃণমূলের শহীদ দিবসের প্রস্তুতি চলছে জোরকদমে ৷ প্রাক করোনায় প্রতিবছর এই দিনটিতে লাখো লাখো তৃণমূল কর্মী ও সমর্থকের জমায়েত হত কলকাতায় ৷ তাদের থাকা-খাওয়ার ব্যবস্থা করা হয় কলকাতার স্টেডিয়াম ও বড় বড় পার্কে ৷ কিন্তু করোনার সময় সংক্রমণ ছড়াতে ভার্চুয়াল জনসভার আয়োজন করে তৃণমূল ৷ তবে এবছর আর ভার্চুয়াল জনসভা নয় ৷ ধর্মতলায় বিপুল জমায়েতের সামনে ভাষণ দেবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেখানে মঞ্চ বাঁধার প্রস্তুতি শুরু হয়েছে ৷ সভার দিন সকালেই কাছাকাছি জেলা থেকে লোক আসতে শুরু করে ৷
তবে দূরদূরান্ত থেকে আগের রাতেই কর্মীরা চলে আসেন কলকাতায় ৷ ২১ জুলাই দিনটি ও তার পরেরদিনের সকালটা কাটিয়ে যে যার মতো বাড়ি ফিরে যান ৷ তাই ২০ জুলাই রাত থেকে ২২ জুলাই দুপুর পর্যন্ত কয়েক হাজার কর্মীর থাকা ও খাওয়ার ব্যবস্থা করা হয়েছে সেন্ট্রাল পার্কে ৷
তৃণমূলের তরফে জানানো হয়েছে, মাঠে ৩৫-৪০ হাজার লোকের থাকার বন্দোবস্ত করা হয়েছে ৷ সিসিটিভি ক্যামেরায় নজরদারি চলবে ৷ এছাড়া মাঠে বসানো হবে এলইডি স্ক্রিন ৷ যাঁরা এখানে থাকবেন তাঁদের তিনবেলা খাবার দেওয়া হবে ৷
Be the first to comment