চোখের জটিল অস্ত্রোপচারের পর দেশে ফিরছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। আপাতত সুস্থ আছেন তিনি তাই দীপাবলীর উৎসবে নিজের পরিবারের সঙ্গেই কলকাতায় থাকবেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ।
২০১৬ সালে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে এক ভয়াবহ দুর্ঘটনায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাঁদিকের চোখের নিচে গুরুতর আঘাত লাগে। এর আগেও চোখে একাধিকবার অস্ত্রোপচারও হলেও সমস্যা মেটেনি৷ চলতি মাসেই আমেরিকা গিয়ে অপারেশনের সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। সেই মতো গত ১২ অক্টোবর প্রায় পাঁচ ঘণ্টারও বেশি সময় ধরে তাঁর চোখের জটিল অস্ত্রোপচার করেন জন্স হপকিন্স হাসপাতালের দুই অভিজ্ঞ চিকিৎসক। কতটা গুরুতর জখম হয়েছিল অভিষেকের চোখ তা অস্ত্রোপচারের পরই যে ছবি প্রকাশ্যে আসে তা থেকেই সকলের কাছে পরিষ্কার হয়ে যায়।
তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ সেই ছবি পোস্ট করেছিলেন। চিকিৎসকদের মতে অত্যন্ত জটিল অপারেশনের পর আপাতত খুব সাবধানে থাকতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। কালীপুজোতে বাড়ি ফিরলেও, আপাতত বেশ কিছু নিয়ম তাঁকে মেনে চলতে হবে। সম্প্রতি চোখের চিকিৎসায় দুবাইয়েও যান সাংসদ। তারপরেই চিকিৎসকদের পরামর্শে আমেরিকায় গিয়ে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে ফের একবার চোখের অস্ত্রোপচার করানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
Be the first to comment