শনিবার হলদিয়ায় অভিষেকের সভা, তৎপরতা তুঙ্গে

Spread the love

আইএনটিটিইউসির আয়োজনে শনিবার শিল্প শহর হলদিয়ার রানীচকের সংহতি ময়দানে শ্রমিক সমাবেশে ভাষণ দেবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। যুব নেতার ওই সমাবেশ ঘিরে হলদিয়ায় এখন সাজো সাজো রব। ওই সমাবেশে উপস্থিত থাকবেন জেলার দুই মন্ত্রী সৌমেন মহাপাত্র এবং অখিল গিরি, আইএনটিটিইউসির রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়-সহ রাজ্য ও জেলার নেতারা।

তৃতীয় বারের জন্য তৃণমূল রাজ্যে ক্ষমতায় আসার পর এই প্রথম শ্রমিক সমাবেশ হচ্ছে হলদিয়ায়। হলদিয়ায় আইএনটিটিইউসির অন্দরে তীব্র গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে। মাঝেমধ্যেই তা প্রকাশ্যে এসে পড়। শনিবারের সমাবেশকে ঘিরে সেই গোষ্ঠীদ্বন্দ্ব সামাল দেওয়ারও চেষ্টা করছেন আইএনটিটিইউসির জেলা নেতৃত্ব।

দলীয় সূত্রের খবর, প্রকাশ্য সভার ফাঁকে অভিষেক জেলার নেতাদের সঙ্গে পৃথক বৈঠকও করতে পারেন। সেখানে তিনি নেতাদের ঐক্যবদ্ধ হয়ে চলার বার্তা দেবেন বলেই খবর। সামনেই হলদিয়া এবং পাশকুরা পুরসভার ভোট রয়েছে। আগামী বছর পঞ্চায়েত ভোট। এই দুই ভোটের আগে অভিষেকের সমাবেশ খুবই গুরুত্বপূর্ণ। সমাবেশে রেকর্ড জমায়েতের জন্য জেলার নেতারা বিশেষ উদ্যোগ নিয়েছেন। গত কয়েকদিন ধরে জেলার শিল্পাঞ্চলের পাশাপাশি ব্লকে ব্লকে তৃণমূলের সভা এবং মিছিল হচ্ছে। সভাস্থলের প্রস্তুতি ঘিরে তৎপরতা তুঙ্গে। সমাবেশের আগে শুক্রবার হলদিয়ার মঞ্জুশ্রীতে কুমারচন্দ্র জানা অডিটোরিয়ামে প্রস্তুতি সভা হয়। সারাদিন ধরে চলে ওই সভা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*