হলদিয়ায় ঠিকাদাররাজ বন্ধ করতে হুঁশিয়ারি অভিষেকের, সময় চাইলেন ১০০ দিন

Spread the love

ট্রেড ইউনিয়নের সমাবেশ থেকে হলদিয়ায় ঠিকাদারদের বিরুদ্ধে কঠোর বার্তা অভিষেকের। তৃণমূল কংগ্রেস কোনওভাবে ঠিকাদারদের আশ্রয় দেবে না। যাঁরা ঠিকাদারি করছেন, তাঁদের আগামী ভোটে টিকিট দেওয়া হবে না বলেও এদিনের সভা থেকে হুশিয়ারি দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, হয় ঠিকাদারি করুন নয়, না হলে তৃণমূল। দুটো এক সঙ্গে করা যাবে না। কোনও দাদার প্রতিনিধি নয়, নেত্রীর প্রতিনিধি হতে হবে। দলের শ্রমিক সংগঠন করলে খেটে খাওয়া মানুষের প্রতিনিধি হতে হবে। এর পরই ঠিকাদারি প্রথা তুলে দেওয়ার আশ্বাস দিয়ে তিনমাস সময় চেয়ে নেন ডায়মন্ড হারবারের সাংসদ। বলেন, কথা দিচ্ছি, আগামী তিন মাসের মধ্যে হলদিয়ায় দলে একজনও ঠিকাদার থাকবে না। একজন দলীয় সাংসদ হিসেবে তিনি এমন মন্তব্য করছেন না বলে বুঝিয়ে দিয়ে দিতে অভিষেকের মন্তব্য, স্বয়ং দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমতি নিয়ে আমি আজ প্রতিটি বক্তব্য পেশ করছি। ঠিকাদার তুলে দেওয়া, সুষ্ঠভাবে দল চালানো, প্রতিটি মন্তব্যেই রয়েছে দলনেত্রীর অনুমতি এবং নির্দেশ।

সামনেই হলদিয়া পুরসভার নির্বাচন রয়েছে। এ প্রসঙ্গে অভিষেক বলেন, কোনও ঠিকাদারকে হলদিয়া পুরভোটে প্রার্থী করা হবে না। যাঁরা প্রথম থেকে তৃণমূল করেছেন, একমাত্র তাঁরাই টিকিট পাবেন। দলবদলুরা টিকিট পাবেন না। মানুষের দাবি নিয়ে নেতারা পথে নামুন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*