কথা দিয়েছিলেন, ডাকলেই তিনি আসবেন। প্রয়োজনে প্রতি মাসে যাবেন মেঘালয়। সেই কথা রেখেই জুনের শেষে ফের উত্তর পূর্বের রাজ্যে যাচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার অর্থাৎ ২৯ জুন একদিনের সফরে মেঘালয় যাচ্ছেন তিনি।
একুশে বঙ্গজয়ের পর উত্তর-পূর্ব ভারতকে পাখির চোখ করেছে তৃণমূল। সংগঠন তৈরি করেছে ত্রিপুরায়, অসমে। রাতারাতি মেঘালয়ের বিরোধী দল হয়েছে তাঁরা। ২০২৪ সালের লোকসভা ভোটের আগে সেই রাজ্যের সংগঠন আরও মজবুত করতে ঝাঁপাচ্ছে তৃণমূল। বুধবার সকাল সাড়ে ১১টা নাগাদ শিলংয়ে দলীয় কার্যালয়ের উদ্বোধন হবে। সেই অনুষ্ঠানে হাজির থাকবেন অভিষেক। এর পরই বেলা সাড়ে ১২টা নাগাদ দলীয় কর্মীদের সঙ্গে বৈঠক করবেন তিনি। যার মূল উদ্দেশ্য সংগঠন আরও পোক্ত করা।
অভিষেক ছাড়াও দলীয় কর্মসূচিতে হাজির থাকবেন মেঘালয়ের দায়িত্বপ্রাপ্ত তৃণমূল নেতা মানসরঞ্জন ভুঁইয়া, মেঘালয় তৃণমূলের রাজ্য সভাপতি চার্লস পিনগ্রপ, তৃণমূলের পরিষদীয় দলের নেতা মুকুল সাংমাও। উল্লেখ্য, মে মাসেই মেঘালয় সফরে গিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। করেছিলেন জনসভাও।
উত্তর-পূর্বের দুই রাজ্যে আগামী বছরই বিধানসভা নির্বাচন। ত্রিপুরা এবং মেঘালয় এই দুই রাজ্যেই ক্ষমতা দখল করতে চায় তৃণমূল। আর অসমে অভিষেকের লক্ষ্য ২৪-এর লোকসভা নির্বাচনে অন্তত ১০টি আসন জেতা। অসমে বিধানসভা নির্বাচন ২০২৬ সালে। তাই সেরাজ্যে দলের শক্তিপরীক্ষার জন্য ২০২৪ লোকসভা নির্বাচনকেই টার্গেট করছেন তৃণমূল নেতা। অসমের দলীয় কর্মীদের উদ্দেশে অভিষেকের আহ্বান জানিয়েছিলেন, “আপনারা শুধু কথা দিন, অসমে ২০২৪ লোকসভা নির্বাচনে ১৪টি আসনেই পূর্ণশক্তি দিয়ে লড়বেন। আর ১৪টি আসনের মধ্যে অন্তত ১০টি আসনে তৃণমূলকে জিতিয়ে আনুন।”
Be the first to comment