শ্যামনগরে অভিষেকের সভায় বিদ্যুৎস্পৃষ্ট মহিলা, বক্তৃতা থামিয়ে চিকিৎসার নির্দেশ তৃণমূল সাংসদের

Spread the love

শ্যামনগরে অভিষেকের সভায় বিদ্যুৎস্পৃষ্ট মহিলা। বক্তৃতা থামিয়ে তড়িঘড়ি চিকিৎসার নির্দেশ দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সোমবার নির্ধারিত সময় বক্তৃতা দেওয়া শুরু করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আচমকা তৃণমূলের কর্মী সমর্থকদের একাংশ সাংসদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন। সঙ্গে সঙ্গে বক্তৃতা থামিয়ে দেন অভিষেক। ওই মহিলার চিকিৎসার নির্দেশ দেন ডায়মন্ড হারবারের সাংসদ।

সভা থেকে বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, তৃণমূলই একমাত্র বিজেপির বিরুদ্ধে লড়ছে। বাংলায় বিজেপিকে শূন্য করতে হবে। আমরা দরজা খুললে বিজেপি দলটাই উঠে যাবে। বিজেপি সবাইকে ইডি-সিবিআইয়ের ভয় দেখিয়ে আটকে রেখেছে। আমাকে ভয় দেখিয়ে কোনও লাভ হবে না। তৃণমূল ইডি-সিবিআইকে ভয় পায় না। বাংলার মানুষের জন্য তৃণমূল কংগ্রেস লড়ছে এবং লড়বে।

অভিষেক বলেন, দলের কর্মীরাই তৃণমূলের সম্পদ। তৃণমূলের মতো কর্মী বিজেপির কাছে নেই। তৃণমূলের এক নম্বরে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়, দু’নম্বরে রয়েছেন দলের কর্মীরা। এদিন সভা শেষের পর জখম মহিলার সঙ্গে দেখা করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*