ত্রিপুরায় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত তৃণমূল লড়ে যাবেঃ অভিষেক বন্দ্যোপাধ্যায়

Spread the love

ত্রিপুরায় যে রায় বেরিয়েছে, তা মানুষের প্রকৃত রায়ের প্রতিফলন নয়। তবুও আমরা সেই রায় মাথা পেতে নিয়েছি। ভোটের দিন ত্রিপুরায় অবাধে সন্ত্রাস হয়েছে। তা সত্ত্বেও ভোটের ফল মেনে নিতেই হয়। ত্রিপুরায় উপনির্বাচনের ফলপ্রকাশের পর একথা বললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

আগরতলা পুরসভা নির্বাচনে ভালো ফল করলেও ত্রিপুরায় উপনির্বাচনে সুবিধা করতে পারেনি তৃণমূল। চার কেন্দ্রেই জামানত জব্দ হয়েছে বাংলার শাসকদলের। এই প্রসঙ্গে অভিষেক বলেন, ত্রিপুরায় আমাদের হারানোর কিছু নেই। আমরা শূন্য থেকে শুরু করেছি। মানুষের জন্য কাজ করতে ত্রিপুরার ময়দানে নেমেছে তৃণমূল কংগ্রেস। ত্রিপুরায় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত তৃণমূল লড়ে যাবে।

অভিষেকের কথায়, মানুষ যাতে আগামী দিনে মুক্ত বাতাসে, স্বাধীনভাবে মানুষ মাথা উঁচু করে ত্রিপুরায় বেঁচে থাকতে পারে, সেটা আজকের জেতা জনপ্রতিনিধিরা সুনিশ্চিত করবেন বলবেন আশা করছি। যাঁরা জিতেছেন, তাঁদের আমি শুভেচ্ছা জানাই। তৃণমূল কংগ্রেসের কর্মীরা মার খেয়ে লড়াই করেছে। এক ইঞ্চি জমিও ছাড়েনি। আমি তাঁদেরকে ধন্যবাদ জানাই। ৬ মাস লাগে লাগুক, ২ বছর লাগে লাগুক, যতদিন না ত্রিপুরায় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হচ্ছে তৃণমূল এক ছটাক জমি ছাড়বে না।

একনজরে ত্রিপুরা উপনির্বাচনের ফলাফল

আগরতলা

বিজেপির অশোক সিনহাকে হারিয়ে এই কেন্দ্রে জয়ী হয়েছেন কংগ্রেস প্রার্থী সুদীপ রায় বর্মন। জয়ের ব্যবধান ৩ হাজার ১৬৩।এই কেন্দ্রে কংগ্রেসের প্রাপ্ত ভোট ১৭,৪৩১ (৪৩.৪৬ শতাংশ)। বিজেপি প্রার্থী ভোট পেয়েছেন ১৪,২৬৮টি (৩৫.৫৭ শতাংশ)। সিপিএম প্রার্থী কৃষ্ণা মজুমদার পেয়েছেন ৬,৮০৮টি (১৬.৯৭ শতাংশ) ভোট। তৃণমূল কংগ্রেস প্রার্থী পান্না দেবের প্রাপ্ত ভোট ৮৪২ (২.১ শতাংশ)। নোটা ৪১১।

যুবরাজনগর 

বিজেপি প্রার্থী মলিনা দেবনাথ সিপিএমের শৈলেন্দ্রচন্দ্র নাথকে ৪,৫৭২ ভোটে হারিয়েছেন। এই কেন্দ্রে বিজেপি প্রার্থী পেয়েছেন ১৮,৭৬৯টি ভোট (৫১.৮৩ শতাংশ)। সিপিএম প্রার্থী পেয়েছেন ১৪,১৯৭টি ভোট (৩৯.২ শতাংশ)। কংগ্রেস প্রার্থী সুস্মিতা দেবনাথ পেয়েছেন ১৪৪০টি ভোট (৩.৯৮ শতাংশ)। তৃণমূল প্রার্থী মৃণালকান্তি দেবনাথ পেয়েছেন ১০৮০টি ভোট (২.৯৮ শতাংশ)। নোটা ৩৯৪।

টাউন বড়দোয়ালি

এই কেন্দ্রে বিজেপির প্রার্থী করেছিল মুখ্যমন্ত্রী মানিক সাহাকে। তিনি মোট ১৭ হাজার ১৮১টি ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের দু’বারের বিধায়ক আশিস সাহা পেয়েছেন ১১ হাজার ৭৭টি ভোট। এই কেন্দ্রে তৃতীয় স্থান পেয়েছেন ফরওয়ার্ড ব্লক প্রার্থী রঘুনাথ সরকার (৩৩৭৬টি ভোট)। তৃণমূল প্রার্থী সংহিতা বন্দ্যোপাধ্যায় পেয়েছেন ৯৮৬টি ভোট (২.৯৬ শতাংশ)। নোটা ৩৬০।

সুরমা

বিজেপির স্বপ্না দাস (পাল) ৪,৫৮৩ ভোটে নির্দল প্রার্থী বাবুরাম সতনামীর বিরুদ্ধে জয়ী হয়েছেন। এই কেন্দ্রে বিজেপি প্রার্থী পেয়েছেন ১৬,৬৭৭টি ভোট (৪২.৩৪ শতাংশ)। নির্দল প্রার্থী পেয়েছেন ১২,০৯৪টি ভোট (৩০.৭ শতাংশ)। সিপিএম প্রার্থী অঞ্জন দাস পেয়েছেন ৮,৪১৫টি ভোট (২১.৩৬ শতাংশ)। তৃণমূল প্রার্থী অর্জুন নমশূদ্র পেয়েছেন ১,৩৪১টি ভোট (৩.৪ শতাংশ)। নোটা ৩৯৩।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*