শনিবার সকালের পর রাত! ফের আক্রান্ত তৃণমূলের নেতা-কর্মীরা। আক্রান্ত দেবাংশু, জয়া সহ সে রাজ্যের একাধিক নেতা-কর্মী। জানা যাচ্ছে, রাতে ত্রিপুরাতে ফেরার সময় ফের একবার হামলার অভিযোগ। অগ্নিগর্ভ পরিস্থিতি ত্রিপুরা জুড়ে। এই অবস্থায় রবিবার সকালেই আগরতলা উড়ে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে যাচ্ছেন কুণাল ঘোষ এবং রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।
তবে অভিষেকের এই সফর ঘিরে নতুন করে অশান্তি তৈরি হতে পারে বলে আশঙ্কা। জানা যাচ্ছে রবিবার সকাল থেকে কড়া নিরাপত্তার মোড়কে মুড়ে ফেলা হচ্ছে গোটা আগরতলাকে। এমনটাই জানা যাচ্ছে। জানা গিয়েছে, শনিবার সকালে ধলাই জেলার আমবাসায় যাচ্ছিলেন তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য, জয়া দত্ত এবং সুদীপ রাহা। জানা যায়, যাওয়ার পথে তাঁদের গাড়ি লক্ষ্য করে হামলা হয় বলে অভিযোগ। কোনও রকমে প্রাণে রক্ষা পান তৃণমূলের তিন নেতা। তবে ইটের আঘাতে মাথা ফেটেছে সুদীপ রাহা। গাল কেটে গিয়েছে জয়া দত্তের।
এই ঘটনার পর দোষীদের গ্রেফতারের দাবিতে পথ অবরোধ শুরু করেন আক্রান্ত তৃণমূল নেতা-কর্মীরা। অভিযোগ সেই সময়েও ফের তাঁদের উপর হামলা হয়। পুলিশের উপস্থিতিতে তাঁদের উপর হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ।
শুধু তাই নয়, আক্রান্ত তৃণমূল নেতৃত্বকে লক্ষ্য করে গুলি বোমা চালানো হয় বলেও অভিযোগ। এরপরেও পুলিশের তরফে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলে দাবি। কার্যত দফায় দফায় রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হয় সে রাজ্যে।
তবে নতুন করে ফের একবার উত্তেজনা ত্রিপুরাতে। জানা যাচ্ছে, রাতে আগরতলা ফেরার পথে ফের একবার আক্রান্ত তৃণমূলের তিন যুব-ছাত্র নেতা। খোয়াইয়ের কাছে তাঁদের উপর হামলার ঘটনার সামনে আসছে। সেখানে তাঁদের গাড়ি লক্ষ্য করে বাঁশ, ইট পাথর ছোড়া হয় বলে অভিযোগ। কোনও রকমে স্থানীয় বাইজলবারি থানায় আশ্রয় নিয়েছেন তৃণমূলের তিন নেতা-নেত্রী। অভিযোগ, থানার বাইরে কয়েকশ জমায়েত।
আর এই ঘটনা সামনে আসার পরেই ত্রিপুরা উড়ে যাওয়ার সিদ্ধান্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। সকালেই বিশেষ বিমানে আগরতলা যাচ্ছেন তিনি। ত্রিপুরাতে আক্রাত তৃণমূল নেতা -কর্মীদের পাশে দাঁড়াতেই তাঁর এই সফর বলে জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর আগরতলা সফর শুরু হওয়ার আগে শনিবার রাতেই এই সংক্রান্ত বিষয়ে টুইট করেন অভিষেক। সেখানে তিনি লেখেন, শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়াই চালিয়ে যাব…! পাশাপাশি ত্রিপুরার বিপ্লব দেব সরকারকে চ্যালেঞ্জ ছুঁড়ে বলেন আমাকে আটকাতে পারলে আটকে দেখাও।
Be the first to comment