ব়্যাগিং-মুক্ত ক্যাম্পাস চাই, সিসিটিভি লাগানো হবেই: CPIM-কে তোপ অভিষেকের

Spread the love

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ব়্যাগিং ও সিসিটিভি বিরোধিতা নিয়ে সিপিআইএমকে নিশানা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার, মেয়ো রোডে তৃণমূল ছাত্র পরিষদের সমাবেশ থেকে ব়্যাগিং-মুক্ত ক্যাম্পাসের বার্তা দেন অভিষেক। তাঁর কথায়, সিসিটিভি লাগানো হবেই। আর কোনও ছাত্রের এভাবে মৃত্যু হবে না।

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের কথায়, “সিসিটিভি ওখানে লাগানো হবেই। আর কোনও ছাত্রের প্রাণ আগামী দিনে এভাবে যাবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ওখানে সিসিটিভি বসবে। ছাত্র সমাজের কাছে আমার বার্তা, সবাইকে ঐক্যবদ্ধ হযে লড়াই করতে হবে। সৌভ্রাতৃত্ববোধ গড়ে তুলতে হবে। হিংসা নয়। অন্যায়, অপরাধের বিরুদ্ধে গর্জে উঠতে হবে। আর র্যা গিংমুক্ত ক্যাম্পাসই অঙ্গীকার, আমরা সিসিটিভি লাগাবই। আমাদের সরকার ইতিমধ্যেই অ্যান্টি র্যাুগিং হেল্প লাইন চালু করেছে। সেটা সারা বাংলায় প্রযোজ্য।“

এর পরেই সিসিটিভি বসানোর বিরোধিতা করা নিয়ে সিপিএমের বিরুদ্ধে তোপ দাগেন অভিষেক। বলেন, “যারা কথায় কথায় হাইকোর্টে যায়, সিসিটিভি লাগানোর কথা বলে তারাই বলছে কলেজ চত্বরে সিসিটিভি লাগানো যাবে না। এটা আসলে বংশগত পরম্পরা। ওদের দাদুরা ছিল কম্পিউটারের বিরোধী। বাবারা ছিল ইংরেজি শিক্ষার বিরোধী। আর ছেলেরা হয়েছে সিসিটিভি লাগানোর বিরোধী। আমি এখান থেকে বলে যাচ্ছি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সিসিটিভি লাগাবই। কেউ ঠেকাতে পারবে না।“

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*