চোখের চিকিৎসার জন্যে আমেরিকায় গিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপি-সহ বিরোধীরা প্রচার করে অভিষেক আর দেশে ফিরবেন না। সোমবার, মেয়ো রোডে তৃণমূল ছাত্র পরিষদের সমাবেশ থেকে এই ইস্যুতে বিরোধীদের তুলোধনা করলেন অভিষেক। তাঁর নিশানায় নীরব মোদি, মেহুল চোকসি, বিজয় মালিয়ার মতো বিজেপি ঘনিষ্ঠ ব্যবসায়ীরা। যাঁরা দেশের টাকা আত্মসাৎ করে বিদেশে গা ঢাকা দিয়েছেন।
তীব্র কটাক্ষ করে অভিষেক বলেন, “আমি চিকিৎসার জন্য বাইরে গিয়েছি। সংবাদমাধ্যমে এমন হাওয়া তোলা হল যে আমি না কি আর ফিরব না। আমার পদবি মোদি নয়, আমার চোকসি নয়, আমার পদবি মালিয়া নয়, আমার পদবি বন্দ্যোপাধ্যায়। আমি পালানোর লোক নই। আমরা মাথা নীচু করি না। নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমরা মাথা উঁচু করে লড়তে জানি। মাথা নীচু করে বশ্যতা স্বীকার করে দিল্লির কাছে আত্মসমর্পণ করতে জানি না।“
অভিষেক বলেন, আমাদের নেত্রীর পা থেকে মাথা পর্যন্ত সিপিএম ভেঙে দিয়েও তাঁকে আটকাতে পারেনি। আমরা তাঁর নেতৃত্বে এগিয়ে চলেছি। আমাদের ধমক-চমকে আটকানো যাবে না। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের অভিযোগ, তিনি ফেরার পর থেকে ফের তৎপর হয়ে উঠেছে ইডি-সিবিআই। সংস্থায় রেড করার নামে ফাইল ডাউনলোড করেছেন ED-র তদন্তকারীরা। ধরা না পড়লে, সেই ফাইলই পরে অফিস থেকে পাওয়া গিয়েছে বলে দেখানোর চেষ্টা হত বলে অভিযোগ করেন অভিষেক।
Be the first to comment