রোজদিন ডেস্ক :- বাংলাদেশ ইসকনের সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের গ্রেফতার ও জামিন নাকচের পর অগ্নিগর্ভ বাংলাদেশ। ঢাকা, রংপুর, চট্টগ্রামে জ্বলচ্ছে আগুন। পথে নেমে প্রতিবাদ দেখাচ্ছেন সে দেশের সংখ্যালঘু হিন্দুরা। ইতিমধ্যেই ভারত সরকার এ নিয়ে কড়া বিবৃতি দিয়েছে। বাংলাদেশের হিন্দু ও সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার কথা বলা হয়েছে ভারতের বিদেশ মন্ত্রকের তরফে। এবার বাংলাদেশের পরিস্থিতি নিয়ে মুখ খুললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।
বুধবার দিল্লিতে সংসদের শীতকালীন অধিবেশনে যোগ দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে তাঁকে বাংলাদেশের পরিস্থিতি প্রসঙ্গে সাংবাদিকরা প্রশ্ন করলে। তবে বিষয়টি আন্তর্জাতিক হওয়ায় কেন্দ্রের অবস্থানকেই সমর্থন জানাবে তৃণমূল, একথা জানিয়েছেন তিনি। এই বিষয়ে অভিষেক বলেন, ‘বাংলাদেশ নিয়ে বলাটা আন্তর্জাতিক বিষয়। আর আন্তর্জাতিক বিষয় মানেই কেন্দ্রীয় সরকারের বিষয়। আর আমরা এ বিষয়ে বারবারই অবস্থান স্পষ্ট করেছি, আন্তর্জাতিক ক্ষেত্রে কেন্দ্র সরকার যে অবস্থান নেবে, দেশের স্বার্থে দলগতভাবে তৃণমূল কংগ্রেস তা সমর্থন করবে। তবে আমি এটুকু বলতে পারি, যা ঘটেছে, তা অত্যন্ত নিন্দনীয় ও দুর্ভাগ্যজনক।’
প্রসঙ্গত, চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারির প্রতিবাদে পথে হিন্দুদের বিক্ষোভ এবং সেখান থেকে এক আইনজীবীর মৃত্যু ঘিরে বিগত দুদিন ধরে রণক্ষেত্রের রূপ নিয়েছে বাংলাদেশ। এমনকি বাংলাদেশে ইসকনকে নিষিদ্ধ করার দাবিও উঠেছে। এনিয়ে সেদেশের হাইকোর্টেও মামলা করা হয়েছে। এমনকি বাংলাদেশের ঘটনার প্রতিবাদে বুধবার রাস্তায় নেমেছে বঙ্গ বিজেপিও।
Be the first to comment