আগামীকাল দিল্লিতে পা রাখছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে থেকেই অবশ্য পেগাসাস নিয়ে দেশজুড়ে সাড়া ফেলেছে তৃণমূল। বাকি বিরোধীদের সঙ্গে নিয়ে সংসদে নরেন্দ্র মোদি সরকারকে রীতিমতো চেপে ধরেছে এ রাজ্যের শাসক দল।
মমতার দিল্লি সফরের আগে সেই বিষয়েই তৃণমূলের পাশে দাঁড়াল কংগ্রেস। শুধু দাঁড়াল না, পেগাসাস ইস্যুতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি পোস্ট করা হল কংগ্রেসের অফিসিয়াল ট্যুইটার হ্যান্ডেল থেকে। একইসঙ্গে আক্রমণ শানানো হল বিজেপি তথা অমিত শাহের ‘ক্রোনোলজি’কে।
রবিবার কংগ্রেসের ট্যুইটার হ্যান্ডেল থেকে অভিষেকের ছবি দিয়ে লেখা হয়, ‘আপনারা ক্রোনোলজিটা বুঝুন। পেগাসাস স্পাইওয়ারের টার্গেট কে? মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়। কখন? ২০২১ সালে। কেন? পশ্চিমবঙ্গের নির্বাচন। মোদি সরকারের নিরাপত্তাহীনতা সীমাহীন।’
আর এই ট্যুইট সামনে আসতেই শোরগোল পড়ে গিয়েছে। প্রশ্ন উঠে গিয়েছে, তাহলে কি লোকসভা নির্বাচনের লক্ষ্যে তৃণমূলের সঙ্গে বন্ধুত্বের বার্তা পেগাসাস ইস্যুতেই দিয়ে দিল কংগ্রেস? নাহলে অন্য দলের নেতার ছবি দিয়ে বিজেপিকে আক্রমণ শানানো কংগ্রেসী রীতিতে কার্যত নজিরবিহীন।
Be the first to comment