রোজদিন ডেস্ক, কলকাতা :- মেদিনীপুরের স্যালাইন কাণ্ড নিয়ে তোলপাড় গোটা রাজ্য। সাধারণ মানুষ থেকে বিরোধী শিবির সকলেই একযোগে কাঠগড়ায় তুলেছে রাজ্য সরকারকে। এবার এই ইস্যুতে মুখ খুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার ফলতায় সেবাশ্রয় শিবির থেকে তিনি বলেন, ‘যদি প্রমাণিত হয় কারও গাফিলতিতে এই ঘটনা ঘটেছে তাহলে তাঁর কঠোর থেকে কঠোরতম শাস্তি হবে।’
এদিন কার্যত রাজ্য সরকারের বিরুদ্ধে ওঠা অভিযোগ নস্যাৎ করে ‘অভিষেক’ বলেন, ‘রাজ্য সরকার নিজেদের অবস্থান স্পষ্ট করেছে। তদন্ত কমিটি গঠন করা হয়েছে, তদন্তও চলছে। মানুষের প্রাণ মণিমুক্তোর মতো। কারও গাফিলতি যদি প্রমাণিত হয় তাহলে কঠোর থেকে কঠোরতম শাস্তি হবে। এমন কাজ এই সরকার আগেও করেছে। দলমত নির্বিশেষে প্রশাসন ব্যবস্থা নিয়েছে, এবারও তাই হবে।’
রাজ্য সরকার যে অন্যায়ের প্রতিবাদ করে থাকে তার উদাহরণ হিসেবে অভিষেক টেনে আনেন আরজি কর প্রসঙ্গ। এই ঘটনায় রাজ্য সরকার ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্ত সঞ্জয় রায়কে কীভাবে গ্রেপ্তার করেছিল তা পুনরায় রাজ্যবাসীকে মনে করিয়ে দেন তৃণমূল সাংসদ। পাশাপাশি সিবিআই-এর নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
প্রসঙ্গত, মেদিনীপুর হাসপাতালে আর এল স্যালাইনের ব্যবহারে ৫ জন প্রসূতি অসুস্থ হয়ে পড়েন। তার মধ্যে ১ জন প্রসূতি মারাও যান। বাকিরা এখনও চিকিৎসাধীন এসএসকেএম হাসপাতালে। অন্যদিকে, এই স্যালাইন অনেক আগেই কর্ণাটক সহ দেশের একাধিক রাজ্যে নিষিদ্ধ করা হয়েছে। তবুও এই স্যালাইন পশ্চিমবঙ্গের রোগীদের দেদারে দেওয়া হচ্ছে। যদিও ইতিমধ্যেই এই ঘটনায় সিআইডি তদন্ত শুরু করেছে রাজ্য। এখন দেখার সিআইডি এবং রাজ্যের স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে কত দ্রুত স্যালাইন কাণ্ডের আসল রহস্য উন্মোচন করে।
Be the first to comment