INDIA জোটের মেগা বৈঠকের আগে রাজধানীতে অভিষেক-রাহুল আলোচনা! কী নিয়ে কথা হল?

Spread the love

‘ইন্ডিয়া’ জোট মুম্বইয়ে আলোচনার টেবিলে বসার আগে বুধবার কাকভোরে সনিয়া গান্ধীর বাসভবনে বৈঠক করলেন রাহুল গান্ধী ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। দিল্লিতে ১০ জনপথে দু’জনে প্রায় এক ঘণ্টা একান্তে কথা বলেন। মুম্বইয়ে ‘ইন্ডিয়া’র সম্মেলন আগে কংগ্রেস নেতার সঙ্গে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের এই বৈঠককে বেশ ‘গুরুত্বপূর্ণ’ বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

কংগ্রেসের প্রাক্তন সভাপতি তথা ‘মুখ’ রাহুল এবং তৃণমূলের নতুন প্রজন্মের নেতা অভিষেক মোদী-বিরোধী রাজনীতির রণকৌশল নিয়ে আলোচনা করলেন দীর্ঘ সময়। কংগ্রেস সূত্রের খবর, আলোচনা হয়েছে ২০২৪ সালের লোকসভা ভোটের সার্বিক রণকৌশল, পশ্চিমবঙ্গে প্রাথমিক বোঝাপড়ার মতো বিষয়গুলি নিয়ে। তাৎপর্যপূর্ণ বিষয়, আগামী দু’দিন রাহুল এবং অভিষেক একই শহরে অর্থাৎ মুম্বইয়ে থাকবেন। থাকবেন একই সভাকক্ষে। কিন্তু তা সত্ত্বেও আলাদা করে দিল্লিতে বৈঠকে কেন বসলেন ‘ইন্ডিয়া’ জোটের দুই শীর্ষ নেতা? তা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে জল্পনা।

তৃণমূল নেত্রী মমতার সঙ্গে প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধী এবং সনিয়ার ঘনিষ্ঠতা বহু পুরনো। কিন্তু বেঙ্গালুরু বৈঠকের আগে পর্যন্ত গত কয়েক বছরে রাহুলের সঙ্গে তেমন সখ্যতা দেখা যায়নি। তবে ‘ইন্ডিয়া’ জোটের রৃতীয় বৈঠকের আগে তৃণমূল ও কংগ্রেসের পরবর্তী প্রজন্মের সঙ্গে রাজনৈতির বোঝাপড়ার রাস্তা খুলল, যা রাজনীতিতে গুরুত্বপূর্ণ অধ্যায়, সন্দেহ নেই।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*