অভিষেক-রুজিরাকে কলকাতাতেই জেরা করুক ইডি, নির্দেশ সুপ্রিম কোর্টের

Spread the love

অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তাঁর স্ত্রী রুজিরা নারুলাকে কলকাতাতেই জিজ্ঞাসাবাদ করার জন্য এনফোর্সমেন্ট ডিরেক্টোরেটকে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট ৷ তবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে সহযোগিতা করা ও সংস্থার আধিকারিকরা যখন বাংলায় থাকবেন, তখন তাঁদের নিরাপত্তা সুনিশ্চিত করার কথা বলেছে বিচারপতি ইউইউ ললিতের ডিভিশন বেঞ্চ ৷

বেআইনি আর্থিক লেনদেন ও কয়লা পাচার মামলায় দিল্লিতে ইডি-র সদর দফতরের বদলে তাঁর নিজের রাজ্যেই তাঁকে ও তাঁর স্ত্রী রুজিরা নারুলাকে জিজ্ঞাসাবাদ করুক ইডি ৷ এই আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর অভিযোগ ছিল যে, তাঁদের জিজ্ঞাসাবাদের জন্য বারবার দিল্লিতে ডেকে হেনস্থা করা হচ্ছে ৷ অভিষেকের আর্জিকে মান্যতা দিয়ে শীর্ষ আদালত বলেছে, কলকাতাতেই অভিষেক ও রুজিরাকে জেরা করতে পারে ইডি ৷ তবে সেই কাজে যদি তারা পশ্চিমবঙ্গের সরকারের দ্বারা বাধাপ্রাপ্ত হয়, তবে ইডি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারে বলে জানিয়েছে আদালত ৷

সমনে সাড়া না দেওয়ার অভিযোগে কয়লাকাণ্ডে অভিযুক্ত অভিষেক-পত্নী রুজিরার বিরুদ্ধে জামিনযোগ্য ওয়ারেন্ট জারি করেছে দিল্লির আদালত ৷ সেই পরোয়ানায় স্থগিতাদেশ দেয়নি সুপ্রিম কোর্ট ৷ রুজিরাকে দিল্লিতে তলব করায় তিনি জানিয়েছিলেন যে, দুই সন্তানকে ফেলে দিল্লিতে গিয়ে হাজিরা দেওয়া তাঁর পক্ষে সম্ভব নয় ৷ এরপরেও ইডি তাঁকে ফের তলব করলে গত মার্চ মাসে অভিষেক দিল্লিতে গিয়ে হাজিরা দেন, কিন্তু রুজিরা যাননি ৷ এর আগে কলকাতাতে এসে অভিষেক ও রুজিরাকে জেরা করেছে ইডি ৷

অভিষেক সুপ্রিম কোর্টে মামলা করে অভিযোগ করেছিলেন যে, বঙ্গে বিজেপি তৃণমূলের হাতে পর্যুদস্ত হওয়ার পর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে কাজে লাগিয়ে তাঁদের হেনস্থা করছে কেন্দ্রের শাসক দল ৷

এই মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টোরেটের তরফ থেকে বলা হয়েছিল, কলকাতায় জিজ্ঞাসাবাদ করা হলে তাদের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। এ ক্ষেত্রে আদালত নির্দেশ দিয়েছে ইডি আধিকারিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে রাজ্য সরকারকেই। আদালতের নির্দেশ, ২৪ ঘণ্টা আগে নোটিস পাঠাতে হবে কলকাতার পুলিশ কমিশনার এবং মুখ্যসচিবকে। জিজ্ঞাসাবাদের সময় কেন্দ্রীয় সংস্থা যাতে নিরাপত্তাহীনতায় না ভোগে, তার জন্য পর্যাপ্ত পুলিশি ব্যবস্থা রাখবে প্রশাসন। আদালতের এই মন্তব্যের প্রেক্ষিতে রাজ্যের আইনজীবী জানান, তদন্তে ইডিকে সবরকম সাহায্য করতে প্রস্তুত রাজ্য। তবে তদন্তে বাধার যে অভিযোগ উঠছে, সেটা সঠিক নয়। এই মামলার পরবর্তী শুনানি ১৮ জুলাই।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*