‘বিএসএফ’-ই এ রাজ্যে জঙ্গি ঢোকাচ্ছে’, বিস্ফোরক দাবি অভিষেকের

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- ভারত-বাংলাদেশের অস্থির মধ্যে বারবার ভারত থেকে ধরা পড়ছে বাংলাদেশের জঙ্গি। বিশেষ করে বাংলা থেকে ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছে একাধিক জঙ্গি। কিন্তু কীভাবে এত বাংলাদেশী জঙ্গি ঢুকল আমাদের রাজ্যে? ডায়মন্ডহারবার থেকে জবাব দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বললেন, ‘এ রাজ্যে জঙ্গি ঢোকাচ্ছে বর্ডার সিকিউরিটি ফোর্স বা বিএসএফ।’

বাংলায় একাধিক জঙ্গি গ্রেপ্তার হওয়ার পর রাজ্যের সরকারকে কাঠগড়ায় তোলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই প্রসঙ্গে আজ অভিষেক স্পষ্ট জানান, ‘বাংলাকে কুৎসা করতেই বিজেপি এই চক্রান্ত করছে। জঙ্গি শুধুমাত্র এ রাজ্য থেকে নয়, ত্রিপুরা-অসমের মতো বিজেপি শাসিত রাজ্য থেকেও ধরা পড়েছে। এই তো ত্রিপুরা থেকে এতজন ধরা পড়েছে। ত্রিপুরা সরকার কি তৃণমূলের? ডাবল ইঞ্জিন সরকার তো? অসমের মুখ্যমন্ত্রী তৃণমূল করেন? ওঁরাই বলে ঘুসপেটিয়া, উল্টা লটকা দুঙ্গা, কাকে ঝোলালো?’
এখানেই না থেমে একেবারে কড়া ভাষায় অভিষেক আর বলেন, ‘বাংলার পুলিশ না সাহায্য করলে জঙ্গি ধরা পড়ত? বাংলাকে অশান্ত করতে। জঙ্গি কে ঢুকিয়েছে? বিএসএফ। আর রাজ্যের পুলিশ জঙ্গি ধরেছে।  বিএসএফের নাকের তলা দিয়ে গোরু পাচার হয়, কয়লা পাচার হয়। আর ওরা তৃণমূলের দিকে আঙুল তোলে। কোলিয়ারির নিরাপত্তা দায়িত্বে কে রয়েছে? সিআইএসএফ। সীমান্তে নিরাপত্তার দায়িত্বে কে রয়েছে? বিএসএফ। তা হলে কীভাবে গোরু পাচার হয়? কীভাবে কয়লা পাচার হয়?’
এদিন তাঁর বক্তব্যে ধরা পরেছে বাংলাদেশের হিন্দু নিপীড়নের প্রসঙ্গ। তাঁর বক্তব্য, ‘বাংলাদেশের হিন্দু নিপীড়ন দেখেও হাত গুটিয়ে বসে কেন্দ্রীয় সরকার। সামনে ভোট নেই বলেই কি কেন্দ্র সরকার হাত গুটিয়ে বসে? ৫ আগস্টের পর বাংলাদেশে যে অরাজক পরিস্থিতি তৈরি হয়েছে, তা নিয়ে কেন্দ্র সরকার কী করে করেছে? হিন্দুদের আশ্রয় দেওয়ার কথা বলেছিল। কিন্তু এখন কী করছে?’

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*