
রোজদিন ডেক্স: শনিবার বিকেল চারটে থেকে ভোটার তালিকা স্ক্রুটিনি নিয়ে তৃণমূলের দ্বিতীয় বৈঠক শুরু হল। স্ক্রুটিনি কমিটির অন্যতন সদস্য তথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিকাল চারটে থেকে শুরু হয়ে গিয়েছে এই মেগা বৈঠক। যেখানে স্ক্রুটিনি কমিটির সদস্য ও জেলা সভাপতিরা ছাড়াও দলের রাজ্য কমিটির সদস্যবৃন্দ, সব সাংসদ, বিধায়ক, সব পুরনিগমের কাউন্সিলর, পুরসভাগুলির চেয়ারম্যান, এবং সব জেলা পরিষদের সভাধিপতি সহ সাড়ে চারহাজারেরও বেশি জনপ্রতিনিধিরা উপস্থিত আছেন।
সূত্রের খবর, শনিবার ২টো ৪৫ নাগাদ ক্যামাক স্ট্রিটের অফিসে পৌঁছে যান অভিষেক। এরপর দুপুর ৩টে ৫০ মিনিট নাগাদ নির্দিষ্ট জনপ্রতিনিধিদের কাছে লিঙ্ক পাঠানো হয়।
এই বৈঠক থেকে অভিষেক জানিয়ে দিলেন, ভোটার তালিকা খতিয়ে দেখার জন্য আগামী ৫ দিনের মধ্যে জেলাভিত্তিক কমিটি গঠন করা হবে। এবং ২১ থেকে ২৭ দিনের মধ্যে ব্লকে ব্লকে কমিটি গঠন করা হবে। সূত্রের খবর এদিন অভিষেক প্রতিটি সংগঠনিক জেলা ধরে ধরে বলেন, ‘কাজ করতে হবে সবাইকে সমন্বয়ে রেখে।’
এদিন বৈঠকের শুরুতে দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি বলেন, ‘অভিষেক আমাদের সকলেরর নেতা’।
Be the first to comment